Kolkata Metro: এবার MG রোড, ব্যস্ত সময়ে ফের মেট্রোয় ঝাঁপ

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার নেতাজি স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। যার যেরে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলে মেট্রো পরিষেবা। আপ ও ডাউন উভয় দিকেই মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছিল। পরে যদিও পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, এর আগেও ব্লু লাইনে আত্মহত্যার ঘটনা ঘটেছিল।

Kolkata Metro: এবার MG রোড, ব্যস্ত সময়ে ফের মেট্রোয় ঝাঁপ
কলকাতা মেট্রোImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2025 | 5:22 PM

কলকাতা: আবারও মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। গত বৃহস্পতিবারও মেট্রোয় ঝাঁপ দেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। একদিন যেতে না যেতেই আবারও সেই একই ঘটনা। এমজি রোড মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার জেরে সাময়িক ব্যহত মেট্রো পরিষেবা।

মেট্রোরেল সূত্রে খবর, শনিবার বেলা তিনটে বেজে একত্রিশ মিনিট নাগাদ এমজি রোড মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যে সময় মেট্রো প্ল্যাটফর্মে ঢুকছিল সেই সময়ই ঝাঁপ দেন তিনি। সঙ্গে-সঙ্গে আরপিএফ কর্মীরা এসে পৌঁছন। দ্রুত বিদ্যুত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপরই ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হয়।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিঘ্নিত হয়েছে মেট্রো চলাচল। জানা যাচ্ছে, দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছিল। বাকি পরিষেবা স্থগিত ছিল। জানা যাচ্ছে, উদ্ধার কাজ শেষে ৪টে বেজে ১৩ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার নেতাজি স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। যার যেরে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলে মেট্রো পরিষেবা। আপ ও ডাউন উভয় দিকেই মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছিল। পরে যদিও পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, এর আগেও ব্লু লাইনে আত্মহত্যার ঘটনা ঘটেছিল। আর এই আত্মহত্যা ঠেকাতে পদক্ষেপও করছে কর্তৃপক্ষ। কালীঘাট মেট্রো স্টেশন বসানে হয়েছে গার্ডরেল। কিন্তু তারপরও কি আদৌ লাভ হয়েছে কিছু? উঠছে প্রশ্ন।