
কলকাতা: ‘ইতিহাসের পাতায় আরও এক যুদ্ধের নাম লেখা হল, অপারেশন সিঁদুর’। নিজের সামাজিক মাধ্যমে এই পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা এলাকায় বেলসিনহাতে। আর এই পোস্ট করাতে পাল্টা এল হুমকি পোস্ট। ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার ফলতার ওই গৃহবধূ। ইতিমধ্যেই এই পোস্ট যেভাবে ব্যক্তির ফেসবুক আইডি থেকে করা হয়েছে, তা নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।
ওই মহিলার বয়ান অনুযায়ী, চার দিন আগে গৃহবধূ নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “ইতিহাসের পাতায় আরও একটা যুদ্ধের নাম যুক্ত হল সিঁদুর, ভাগ্য করে একটি দেশ পেয়েছি, যে দেশ কখনও হারতে শেখেনি ,আমি গর্বিত আমি ভারতীয়।”
এই পোস্টের নীচেই হুমকি দেন এক যুবক। অভিযোগ, ‘Raj F Lover’ নামে একটি অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়ে কমেন্টটি লেখা হয়। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন ওই গৃহবধূ। গৃহবধূ বক্তব্য, হুমকি পাওয়া পোষ্ট গুলি স্ক্রিন শট নিয়ে আবারও স্যোশাল মাধ্যমে পোষ্ট করায়, ফলতার বাসিন্দারা তাঁকে সমর্থন করেন।
মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার জেলা বিজেপি পক্ষ থেকে গৃহবধূকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার অফিসে আসেন ও লিখিত অভিযোগ দায়ের করেন।
গৃহবধূ অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই তিনি পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন।