Cancer Treatment: ফ্রিতেই হবে ওরাল ক্যান্সারের চিকিৎসা! বাঁচবে ৫-২০ লক্ষ, বড় উদ্যোগ SSKM-এ
Cancer Treatment: মুম্বইয়ের টাটা ক্যান্সার হাসপাতালের পর এসএসকেএমের হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের জন্য চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের আসনে অনুমোদনও মিলেছে বলে খবর। দিল্লির এইমস মাত্র দু’টি আসন পেলেও এসএসকেএমে চারটি MCh ডিগ্রি আসনের অনুমোদন এসে গিয়েছে।

কলকাতা: মস্তিষ্ক-মুখগহ্বরের ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত। সরকারি স্বাস্থ্যক্ষেত্রে ৫-২০ লক্ষ টাকার বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো রাজ্যের বুকেই। ক্যান্সার আক্রান্তদের ভোগান্তি লাঘবে নতুন বিভাগ এবার এসএসকেএমে। রাজ্যের প্রথম হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ তৈরি হচ্ছে এই এসএসকেএমেই।
আইসিইউ, মডিউলার ওটি-সহ ২২ শয্যার ওয়ার্ডের উদ্বোধন হতে চলেছে বুধবার। এর ফলে মার্চ থেকে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা ৩০০ ক্যান্সার আক্রান্তের কষ্ট অনেকটাই লাঘব হতে চলেছে বলে মনে করছেন চিকিৎসকেরা। এসএসকেএমের পরিকাঠামোকে সর্বভারতীয় স্তরের স্বীকৃতি দিয়েছে এনএমসি।
মুম্বইয়ের টাটা ক্যান্সার হাসপাতালের পর এসএসকেএমের হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের জন্য চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের আসনে অনুমোদনও মিলেছে বলে খবর। দিল্লির এইমস মাত্র দু’টি আসন পেলেও এসএসকেএমে চারটি MCh ডিগ্রি আসনের অনুমোদন এসে গিয়েছে।
উচ্ছ্বসিত এসএসকেএমের ওটোল্যারিঙ্গোলজির প্রবীণ চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত। তিনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করে বলছেন, “আমরা আবেদন অনেক আগে করেছিলাম। শেষ পর্যন্ত অনুমোদন এসে গিয়েছে। আমরা গর্বের সঙ্গে বলছি আমরা চারটি আসনের আবেদন করেছিলাম চারটেই পেয়েছি। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি সাহায্য না করলে এত বড় ডিপার্টমেন্ট করা যেত না।”





