AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: রাজারহাট-গোপালপুরে কত নাম বাদ যেতে পারে? ডিজিটাইজেশনের পর সামনে এল তথ্য

Rajarhat-Gopalpur assembly: এই বিধানসভা কেন্দ্রের ফলাফল বলছে, ২০১১ সাল থেকে আসনটি তৃণমূলের দখলে। ২০১১ এবং ২০১৬ সালে এখানে জিতেছিলেন পূর্ণেন্দু বসু। আর ২০২১ সালে তৃণমূল এই আসনে প্রার্থী করেছিল সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিকে। একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছিল ১ লক্ষ ৭৮ হাজার ৭২৩টি। অদিতি মুন্সি পেয়েছিলেন ৮৭ হাজার ৬৫০ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শমীক ভট্টাচার্য পেয়েছিলেন ৬২ হাজার ৩৫৪ ভোট।

SIR in Bengal: রাজারহাট-গোপালপুরে কত নাম বাদ যেতে পারে? ডিজিটাইজেশনের পর সামনে এল তথ্য
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 13, 2025 | 4:08 PM
Share

কলকাতা: একসময় ছিল সিপিএমের গড়। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকে আসনটি তৃণমূলের দখলে। বিধায়ক বদল হয়েছে। তবে আসন হাতছাড়া হয়নি ঘাসফুল শিবিরের। ছাব্বিশের নির্বাচনের আগে কলকাতার পার্শ্ববর্তী এই আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এই আবহে এসআইআর প্রক্রিয়ায় রাজারহাট-গোপালপুর আসনে কতজনের নাম বাদ পড়বে, তা নিয়ে জল্পনা বাড়ছে। তারই ইঙ্গিত পাওয়া গেল ডিজিটাইজেশনের পর। দেখা গেল ৪৭ হাজারের বেশি নাম বাদ পড়তে চলেছে।

এসআইআর প্রক্রিয়া ঘোষণার দিন রাজ্যের ভোটার তালিকা ফ্রিজ করা হয়। সেইসময় রাজারহাট-গোপালপুর আসনে মোট ভোটার ছিলেন ২ লক্ষ ৭২ হাজার ৭৬৩ জন। সেখানে এসআইআর প্রক্রিয়ায় ডিজিটাইজেশন হয়েছে ২ লক্ষ ২৫ হাজার ১৫৯। অর্থাৎ এই আসনে ৮২.৫৫ শতাংশ ভোটারের নাম ডিজিটাইজেশন হয়েছে। ডিজিটাইজেশন হয়নি ৪৭ হাজার ৬০৪ জনের নাম। কমিশন সূত্রে খবর, এর মধ্যে মৃত ভোটার ১৭ হাজার ৬৪২ জন। ২০ হাজার ৯২৫ জন ভোটারের খোঁজ মেলেনি। অন্যত্র চলে গিয়েছেন ৮২০৯ জন ভোটার। অন্য বিধানসভা কেন্দ্রে নাম তুলেছেন ৬৪২ জন। অন্যান্য কারণবশত ১৮৬ জনের নাম ডিজিটাইজেশন হয়নি। সবমিলিয়ে  ৪৭ হাজার ৬০৪ জনের নাম বিভিন্ন কারণবশত ডিজিটাইজেশন হয়নি। শতাংশের হিসেবে ১৭.৪৫ শতাংশ। 

এই সংখ্যা সামনে আসার পরই নানা অঙ্ক কষা শুরু হয়েছে। এই বিধানসভা কেন্দ্রের ফলাফল বলছে, ২০১১ সাল থেকে আসনটি তৃণমূলের দখলে। ২০১১ এবং ২০১৬ সালে এখানে জিতেছিলেন পূর্ণেন্দু বসু। আর ২০২১ সালে তৃণমূল এই আসনে প্রার্থী করেছিল সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিকে। একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছিল ১ লক্ষ ৭৮ হাজার ৭২৩টি। অদিতি মুন্সি পেয়েছিলেন ৮৭ হাজার ৬৫০ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শমীক ভট্টাচার্য পেয়েছিলেন ৬২ হাজার ৩৫৪ ভোট। ২৫ হাজারের বেশি ভোটে জিতেছিলেন অদিতি। রাজনীতির কারবারিরা বলছেন, ছাব্বিশের নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার পর নতুন করে অঙ্ক কষবে রাজনৈতিক দলগুলি। আর সেই অঙ্কে কারা বাজিমাত করে, সেটাই এখন দেখার। 

সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?