Sealdah Station: সোনারপুরে ছিঁড়ল ওভারহেডের তার, ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদা দক্ষিণের ডাউন লাইনে
Sealdah Station: তবে কী কারণে আচমকা এই বিপত্তি তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। রেল কর্মীদের একাংশের মতে, ঝোড়ো হাওয়ার দাপটে এমনটা হয়ে থাকতে পারে।
কলকাতা: অফিস ফিরতি সময়ে আচমকা ছিঁড়ে গেল ওভারহেডের তার। চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। তাতেই দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত শিয়ালদা দক্ষিণ শাখায় (Sealdah)। জানা গিয়েছে, এদিন বিকাল ৫টা ১৫ মিনিট নাগাদ সোনারপুরে (Sonapur) ওভারহেডের তার ছিঁড়ে যায়। তার জেরেই ডাউন লাইনে পুরোপুরি ট্রেন পরিষেবা থমকে যায়। স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে য়ায় একাধিক লোকাল ট্রেন। ৬:৩৫ পর্যন্ত ডাউন লাইনে ওই তার আর জোড়া সম্ভব হয়নি। ওই অবস্থাতেই পড়ে থাকে। শেষে রেলের কর্মীরা দিয়ে মেরামতির কাজে হাত লাগান।
তবে কী কারণে আচমকা এই বিপত্তি তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। রেল কর্মীদের একাংশের মতে, ঝোড়ো হাওয়ার দাপটে এমনটা হয়ে থাকতে পারে। যদিও এর পিছনে অন্য কোনও গোলযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে পূর্ব রেলেন জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “৫টার কিছু পরে সোনারপুর ও নরেন্দ্রপুরের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ফলে শিয়ালদা ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পাওয়ার পরেই ৫টা ৪০ নাগাদ আমাদের কর্মীরা গিয়ে মেরামতির কাজ শুরু করেন। সাড়ে ৬টার পর ফের ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হয়। তবে আপ লাইনে কোনও সমস্যা হয়নি।”
অন্যদিকে, এদিনই আবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ওভারহেড ইলেকট্রিফিকেশনের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়ছে। শুরু হয়েছে সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজও। সে কারণেই ১ ও ২ জুলাই হাওড়ার ডিভিশনের বিভিন্ন রুটে বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন।