পরিবার টেনে হুমকি! মাদক মামলা থেকে সরছেন পামেলার আইনজীবী

সৈকত দাস |

Feb 26, 2021 | 11:39 PM

পামেলা গোস্বামীর গ্রেফতারির পর যে তিনজন আইনজীবী তাঁর হয়ে সওয়াল করছেন, তাঁদের প্রধান ছিলেন আইনজীবী শুভদীপ রায়

পরিবার টেনে হুমকি! মাদক মামলা থেকে সরছেন পামেলার আইনজীবী
ফাইল ফটো

Follow Us

কলকাতা: আলিপুর মাদক মামলা (Alipur Drug Case) থেকে সরে গেলেন বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)-র আইনজীবী শুভদীপ রায়। তিনি জানান সার্বিক চাপ ও তাঁর পরিবারকে টেনে হুমকির জেরে সংশ্লিষ্ট মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত শুক্রবার কোকেন-সহ নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপির যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী। তার পর দিন থেকে আদালতে পামেলার হয়ে সওয়াল শুরু করেন আইনজীবী শুভদীপ রায়। এবার সেই দাযিত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানান তিনি। আইনজীবীর দাবি, কয়েকজন চান না এই মামলায় তিনি জড়ান। তিনি যাতে পামেলার হয়ে সওয়াল তিনি না লড়েন তার জন্য চাপ আসছে। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বাইকে করে বাড়ি ফেরার সময় আচমকা তাঁর পথ আটকে দাঁড়ায় চার-পাঁচটি বাইক। এরপর তাঁকে হুমকির সুরে বলা হয় নিজের পরিবারের স্বার্থে যেন এই মামলা থেকে তিনি সরে যান। ওই অজ্ঞাতপরিচিতদের কথা না শুনলে পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে বলেও আইনজীবীকে শাসানো হয় বলে অভিযোগ। এরপরেই পামেলার প্রধান আইনজীবী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর এই মামলায় নিজেকে জড়াবেন না।

কিন্তু কারা এই হুমকি দিলেন? তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন না কেন? এর উত্তরে আইনজীবী রায় জানিয়েছেন যে তিনি নিরপেক্ষভাবে মামলাটি লড়তে চেয়েছিলেন। কিন্তু এখন কিছু চাপ রয়েছে। উল্লেখ্য, আইনজীবী রায় একাধারে দক্ষিণ কলকাতার বিজেপি যুব মোর্চার লিগ্যাল সেলের কনভেনরও বটে। পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার পর মোট তিনজন আইনজীবী তাঁর পক্ষে আদালতে লড়ছিলেন। এঁদের মধ্যে প্রধান ছিলেন আইনজীবী শুভদীপ রায়। তিনি নিজে থেকে শুক্রবার নিজেকে এই মামলা থেকে সরিয়ে যাওয়ায় পরবর্তীতে পামেলার হয়ে আদালতে সওয়াল করবেন কৈলাস তামুলী নামে এক আইনজীবী।

আরও পড়ুন: আলিপুর কোকেন কাণ্ডে ভিন রাজ্যের যোগ! ৩ রাজ্যে তল্লাশি অভিযান লালবাজারের

আইনজীবী শুভদীপ রায়ের এই মামলা থেকে সরে দাঁড়ানো নিয়ে বিজেপির একটি সূত্র আবার নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। তাদের দাবি, এখানেও পামেলা বনাম রাকেশ সিং-গোষ্ঠী কাজ করছে। এই প্রেক্ষিতে আইনজীবী শুভদীপ রায় যে নিরপেক্ষ ভাবে মামলা লড়তে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন, সেদিকে ইঙ্গিত করেছে তারা।

আরও পড়ুন: রাকেশ সম্পর্কে বিস্ফোরক তথ্য পামেলার মুখে! মাদক কাণ্ডে চাঞ্চল্যকর মোড়

প্রসঙ্গত, কোকেন কাণ্ডে গ্রেফতারির পর আদালতে যাওয়ার পথেই রাকেশ সিং তাঁকে ‘ফাঁসিয়েছেন’ বলে অভিযোগ করেন পামেলা। ঘটনাক্রমে বিজেপি নেতা রাকেশ সিংয়ের গ্রেফতারি এবং একাধিক প্রভাবশালীর নাম উঠে আসায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে আবার পামেলা রাকেশের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ এনে দাবি করেছেন, তাঁকে ‘অন্য চোখে দেখা’ শুরু করেছিলেন রাকেশ। এই প্রেক্ষিতে ধৃত দুই বিজেপি নেতার আইনজীবীদের মধ্যেও একটা ভাগ হয়েছে বলে জানাচ্ছে একটি সূত্র। সেই সূত্রের দাবি, আইনজীবীর পাশাপাশি নিজে একজন বিজেপি নেতা হওয়ায় কোনওরকম গোষ্ঠীদ্বন্দ্বে জড়াতে চান না বলেই পামেলার হয়ে আর সওয়াল না করার সিদ্ধান্ত নিয়েছেন শুভদীপ রায়।

Next Article