Kolkata: সংসদকাণ্ডে কলকাতা-যোগ, নিরাপত্তা নিয়ে সিপি বিনীত গোয়েল কী বললেন?

Supriyo Guha | Edited By: সায়নী জোয়ারদার

Dec 19, 2023 | 5:48 PM

Kolkata: মঙ্গলবার কলকাতা পুলিশের সদর দফতর লালাবজারে কমিউনিটি পুলিশের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলাদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে কলকাতা পুলিশের নানা প্রকল্প আছে। এরকমই একটি প্রকল্প কোহিনূর। সেই প্রকল্পের মাধ্যমে ৬৬ জন মহিলাকে কম্পিউটার ও ড্রাইভিং শিখিয়ে তাঁদের হাতে লাইসেন্স তুলে দেন পুলিশ কমিশনার। লালবাজারে এদিনের অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

Kolkata: সংসদকাণ্ডে কলকাতা-যোগ, নিরাপত্তা নিয়ে সিপি বিনীত গোয়েল কী বললেন?
নগরপাল বিনীত গোয়েল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সংসদে তাণ্ডবের ঘটনার পরই প্রশ্ন উঠছিল রাজ্যের প্রশাসনিক ভবন, বিধানসভা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরগুলির নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যেই সংসদের ঘটনায় বাংলাযোগ খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। সংসদের ঘটনায় সরাসরি যুক্ত ললিত ঝার কলকাতায় রয়েছে ঠিকানা। সেখানেও দিল্লি পুলিশ এসে পৌঁছেছে। এই আবহে কলকাতার নিরাপত্তা নিয়ে মুখ খুললেন মহানগরের নগরপাল বিনীত গোয়েল। তিনি বলেন, “আমাদের শহর অত্যন্ত নিরাপদ শহর। ক্রাইম রেট কম। কলকাতার সুনাম আছে। আমরা নানা পরিকল্পনার মাধ্যমে অনভিপ্রেত ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করি।”

মঙ্গলবার কলকাতা পুলিশের সদর দফতর লালাবজারে কমিউনিটি পুলিশের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলাদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে কলকাতা পুলিশের নানা প্রকল্প আছে। এরকমই একটি প্রকল্প কোহিনূর। সেই প্রকল্পের মাধ্যমে ৬৬ জন মহিলাকে কম্পিউটার ও ড্রাইভিং শিখিয়ে তাঁদের হাতে লাইসেন্স তুলে দেন পুলিশ কমিশনার। লালবাজারে এদিনের অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

সেখানেই সংসদে তাণ্ডবের পর রাজ্য বিধানসভার নিরাপত্তা নিয়ে বিনীত গোয়েলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা খুব সতর্ক। নিরাপত্তা নিয়ে সবসময় আমরা রিভিউ করি। শুধু বিধানসভা নয়, নবান্ন, মহাকরণ, হাইকোর্ট-সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে রিজার্ভ ফোর্স, লোকাল পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করে। প্রতিটা ঘটনা আমাদের নতুন কিছু শেখায়। সংসদের ঘটনায় কলকাতাযোগের বিষয়টা আমাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। সেটা মাথায় রেখেই চলব আমরা।” একইসঙ্গে নগরপাল বলেন, উৎসবের মরসুমে শহরের নিরাপত্তায় বিশেষ নজরদারি চলছে। সামনেই বড়দিন। এরপরই ইংরাজি বছর শেষ ও নিউ ইয়ারের উন্মাদনা শহরজুড়ে। ডিসেম্বরের শহরে উৎসবের উষ্ণতা। নগরপাল জানান, কোনও অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, তার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকছে।

Next Article