Parnasree: নকল সোনা বিক্রি নিয়ে ঝামেলা, পর্ণশ্রীতে পিটিয়ে খুনের অভিযোগ

Parnasree: শনিবার রাত আড়াইটে নাগাদ পুলিশের পেট্রোলিং চলাকালীন পুলিশ দেখতে পায় দীপক সিং নামে এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় ধর্মরাজতলার কাছে পড়ে রয়েছেন।

Parnasree: নকল সোনা বিক্রি নিয়ে ঝামেলা, পর্ণশ্রীতে পিটিয়ে খুনের অভিযোগ
এখান থেকে উদ্ধার হয় দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 22, 2025 | 11:24 AM

কলকাতা: মধ্যরাতে পুলিশ রাস্তায় পেট্রোলিং করছিল। তখনই নজরে পড়ে রাস্তায় ধারে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে মাঝ বয়সী এক ব্যক্তি। তাঁর সারা শরীরে ভারী বস্তু দিয়ে মারার আঘাতের চিহ্ন। পুলিশ দেখেই বুঝতে পারে, এটা দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা হয়। তড়ঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। পর্ণশ্রীতে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মহেন্দ্র সিং। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আড়াইটে নাগাদ পুলিশের পেট্রোলিং চলাকালীন পুলিশ দেখতে পায় দীপক সিং নামে এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় ধর্মরাজতলার কাছে পড়ে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে নকল সোনা বিক্রির অভিযোগে তাঁকে এবং তাঁর দাদা মহেন্দ্র সিংকে ৪-৫ জনের দুষ্কৃতী বেধড়ক মারধর করে।

২ জনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হল মহেন্দ্র সিংয়ের। ইতিমধ্যে এই ঘটনার জেরে অভিযুক্ত সঞ্জীব কর্মকার সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জেরা করছে পুলিশ।