Girls’ Hostel: মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিম, সিইউ-র হস্টেলে আতঙ্কিত ছাত্রীরা, কোথায় যাবেন

Calcutta University: গার্লস হোস্টেলের ভিতরে এভাবে চাঙড় ও বিম ভেঙে পড়ার ঘটনায় রীতিমতো আতঙ্কিত ছাত্রীরা। ঘটে যেতে পারত বড় বিপদ। কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন।

Girls Hostel: মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিম, সিইউ-র হস্টেলে আতঙ্কিত ছাত্রীরা, কোথায় যাবেন
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 21, 2025 | 12:45 PM

কলকাতা: মাঝরাতে শতাব্দী প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে ভেঙে পড়ল চাঙড়। লোহার বিম ভেঙে পড়ে বিপত্তি। শুক্রবার রাতে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত পড়ুয়ারা। দীর্ঘদিন সংস্কারের অভাবেই বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলের এই দুরবস্থা বলেই অভিযোগ ছাত্রীদের।

ঘটনার পর গার্লস হস্টেল থেকে ছাত্রীদের অন্য হস্টেল এবং গেস্ট হাউজে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। বিশ্ববিদ্যালয়ের হেদুয়ার গার্লস হস্টেলে ৭৫ জন ছাত্রী থাকতেন। তাদের সবাইকে অন্যত্র থাকার ব্যবস্থা করা হচ্ছে বলেই দাবি বিশ্ববিদ্যালয়ের।

ছাত্রীদের অভিযোগ, এখনও স্থানান্তরিত করার কোনও ব্যবস্থা করা হয়নি কর্তৃপক্ষের তরফে। তাঁরা কোথায়, কীভাবে থাকবেন, তা স্পষ্ট নয় তাঁদের কাছে। গার্লস হোস্টেলের ভিতরে এভাবে চাঙড় ও বিম ভেঙে পড়ার ঘটনায় রীতিমতো আতঙ্কিত ছাত্রীরা। ঘটে যেতে পারত বড় বিপদ। কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন। এক ছাত্রী বলেন, ‘ওখানেই ঘুমোচ্ছিলাম। কোনও রকমে বেঁচে গিয়েছি।’

আবাসিক ছাত্রীদের আরও অভিযোগ, এই ঘটনার পর থেকে সকলেই মানসিকভাবে বিপর্যস্ত তাঁরা। রাতে ঘুমোতে পারছেন না। হস্টেলের গেটে তালা বন্ধ করে রাখা হয়েছে। ভিতর থেকে বাইরে বেরোতে পারছেন না। ছাত্রীরা জানিয়েছেন, সামনেই তাঁদের পরীক্ষা আছে। তাই তাঁরা চাইছেন দ্রুত থাকার একটা ব্যবস্থা করা হোক।