
কলকাতা: ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মঙ্গলবার বিকেলে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এর আগে শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যায় ভোগার ফলে গত ২০ জানুয়ারি তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সেই সময় রাখা হয়েছিল আইসিসিইউ-তে। জেলের ভিতর চিকিৎসকরা একাধিকবার চিকিৎসা করার পর তাঁকে পাঠানো হয়েছিল হাসপাতালে।
সেই ঘটনার কয়েকমাস কাটতে না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়েছেন পার্থ বলে খবর। হাসপাতাল সূত্রে খবর,বিকেল সাড়ে মিনিট নাগাদ পার্থ কে চিকিৎসার জন্য ভর্তি নেওয়া হয় বেসরকারি হাসপাতালে। জেল সূত্রে খবর, পুরনো যে সব শারীরিক অসুস্থতা ছিল সেগুলো বারাবাড়ি হওয়ায়, এদিন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, নিয়োগ মামলায় গ্রেফতার হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই ঘটনার পর থেকে এখনও জেলবন্দি রয়েছেন তিনি। এর মধ্যে একাধিকবার জামিনেরও আবেদন করেছেন পার্থ। তবে নিয়োগ দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ বলে তাঁকে উল্লেখ করেছে সিবিআই। এমনকী ‘প্রভাবশালী’ তত্ত্ব দেখিয়ে তাঁর জামিন আটকায় সিবিআই।