Partha Chatterjee: চলছে পঞ্চায়েতে গণনা, কোর্ট চত্বরে দাঁড়িয়ে কী বার্তা দিলেন একদা তৃণমূল মহাসচিব পার্থ?

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 11, 2023 | 11:59 AM

Partha Chatterjee: মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয় তাঁকে।

Partha Chatterjee: চলছে পঞ্চায়েতে গণনা, কোর্ট চত্বরে দাঁড়িয়ে কী বার্তা দিলেন একদা তৃণমূল মহাসচিব পার্থ?
আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচন হোক বা যে কোনও হাইপ্রোফাইল নির্বাচনে তিনিই ছিলেন তৃণমূলের কাণ্ডারি। একেবারে দলের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন। বর্তমানে সেই তাবড় নেতা জেলে। কথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে বর্তমানে তিনি জেলে। গতবছর ২৮ জুলাই দল তাঁকে ছেঁটে ফেলেছে। আজ গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূলের এগিয়ে থাকা প্রসঙ্গে কী বলছেন তিনি?

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয় তাঁকে। পার্থ সহ মোট সাতজনকে এ দিন আলিপুর স্পেশ্যাল আদালতে পেশ করা হয়। কোর্টে ঢোকারে আগে মুহুর্তে দলের মঙ্গলকামনা করলেন পার্থ। দিলেন বার্তাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পার্থ বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।”

প্রসঙ্গত, প্রায় এক বছরের বেশি সময় হতে চলল জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জামিন মিলছে না তাঁর। ফলে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এই অবস্থায় ইডি-র প্রাক্তন আইনজীবী সামসুদ্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করছেন। আগামী দিনেও তিনি পার্থর জামিন মামলার শুনানিতে থাকবেন বলে জানা গিয়েছে।

Next Article