Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের! কী করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?
Partha Chatterjee Bail: বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু তিনি হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ বিচারক। বিচারক শুভেন্দু সাহার প্রশ্ন, চিকিৎসক বেড রেস্টের পরামর্শ দেননি, তবুও কেন গরহাজির?

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের। সশরীরে হাজিরা না দেওয়ায় জামিন বাতিলের হুঁশিয়ারি। বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু তিনি হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ বিচারক। বিচারক শুভেন্দু সাহার প্রশ্ন, চিকিৎসক বেড রেস্টের পরামর্শ দেননি, তবুও কেন গরহাজির? নিয়ম অনুসারে, উচ্চ আদালত থেকে কোনও ব্যক্তি যদি জামিন পান, সেটা কনফরমেশন হয় নিম্ন আদালত থেকে। পরবর্তী যে হাজিরার দিন থাকে, নিম্ন আদালতে হাজিরা দিতে হয়।
বুধবার ইডি বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরার দিন ছিল। তিনি অনুপস্থিত থাকায়, বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন তোলেন, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক এমন কোনও অসুস্থতা রয়েছে কি, যে চিকিৎসক তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছেন? তা তো নয়। তাহলে কেন পার্থ চট্টোপাধ্যায় সশরীরে হাজিরা দিলেন না? তার কারণ গরহাজিরার কারণ হিসাবে পার্থর আইনজীবীরা অসুস্থতার কারণ দর্শিয়েছিলেন। তখনই বিচারক আইনজীবীদের উদ্দেশে স্পষ্ট করে দেন, যে জামিন তিনি ‘কনফর্ম’ করেছেন, তা তিনি খারিজ করে দিতে পারেন। পার্থর আইনজীবীরা আদালতে জানান, পরবর্তী দিন সশরীরেই হাজিরা দেবেন পার্থর।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ মামলা ছিল। প্রায় প্রত্যেকটিতেই জামিন পেয়ে গিয়েছিলেন তিনি। ঝুলে ছিল একটি প্রাথমিকের মামলা। এর আগে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাঁকে জামিন দিয়েছিল। প্রাথমিকের মামলায় জামিন মঞ্জুর করে হাইকোর্ট।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। পার্থ-অর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁদের।
