Partha Chatterjee: ‘প্রত্যেকবার নাটক করেন’, খড়দহের ঘটনায় তন্ময়কে বক্রোক্তি পার্থর
Partha Chatterjee taunts Tanmoy Bhattacharya: 'তন্ময় বাবু কোথাকার ভোটার? প্রত্যেকবার নাটক করেন।' মন্তব্য পার্থ চট্টোপাধ্য়ায়ের।
কলকাতা: রাজ্যের চার কেন্দ্রে আজ উপনির্বাচন (West Bengal Assembly By-Election 2022) চলছে। কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণই চলছে নির্বাচন প্রক্রিয়া। এদিকে আজ খড়দহে গিয়ে ‘আক্রান্ত’হয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। আর তাই নিয়েই এবার সিপিএম নেতাকে বক্রোক্তি শানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর প্রশ্ন, ‘তন্ময় বাবু কোথাকার ভোটার? প্রত্যেকবার নাটক করেন।’
পার্থ চট্টোপাধ্যায়ের আরও বক্তব্য, “সিপিএমের আছে কী আর? এই বাংলায় তাদের অবস্থান তলানিতে। চারটি আসনেই আমাদের জয় নিশ্চিত। সেই দেখেই এরা অভিযোগ করছেন। এটা আর কিছুই নয়। হতাশায় ভুগছেন।”একই সঙ্গে বিজেপিকে তাঁর আক্রমণ, ‘সিআরপিএফকে কাজে লাগিয়ে ভোট কে বিঘ্নিত করতে চাইছে বিজেপি। গণতন্ত্রকে বিঘ্নিত করতে চাইছে।’
উল্লেখ্য, আজ খড়দহে তন্ময়বাবুকে পিছন থেকে কেউ ঢিল মেরেছে বলে অভিযোগ। সিপিএম নেতার বক্তব্য, ‘আমার গাড়িটা দূরে ছেড়ে দিয়েছিলাম। আমি হেঁটে আসছিলাম। আমাদের দলীয় কার্যালয়ে ঢোকার মুখেই পিছন থেকে একটা পাথর বা ইট আমার ঘাড়ে এসে পড়ে। আমার প্রচণ্ড আঘাত লাগে। আমি পিছন ফিরে দেখি কালো প্যান্ট পরা, কালো মাস্ক পরা একটি ছেলে দ্রুত হেঁটে যাচ্ছে। আমি কাউকে দেখিনি, তাই তাকেই অভিযুক্ত করছি না। বাকি সবাই সামনেই তাকিয়ে ছিলেন, তাঁদের দেখে অস্বাভাবিক লাগেনি।’
এদিকে ত্রিপুরায় তৃণমূলের আগামিকালের সভাকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়েও আজ মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, মমতাকে গোয়ায় কালো পতাকা দেখানোর পর ত্রিপুরাতে অভিষেককে আটকানোর চেষ্টা হচ্ছে। ভয় থেকে এমনটা করছে বিজেপি। ত্রিপুরা বিজেপির হাতছাড়া হবে বলেই প্রথম থেকেই তৃণমূলকে মারধর করছে। সভার অনুমোদন দিচ্ছে না। আরটিপিসিআপ করতে বলছে। অভিষেককে সভা করতে দেবে না বলেই কি এমনটা করছে? অভিষেককে আক্রমন করার ঘটনায় প্রমাণ হচ্ছে, অভিষেক কত বড় নেতা।”
তাঁর আরও বক্তব্য, ‘বিজেপি সারাবছর মানুষের পাশে থাকে না। ক্ষমতার লোভে ভোটের সময় লাফালাফি করে। সেটা বাংলার মানুষ মেনে নেয় না। দুয়ারে গুণ্ডা এসেছে ত্রিপুরায়, সেখান থেকে দুয়ারে সরকার আমরা নিয়ে যাব। তাই ভয় পেয়ে এই সব করছে ওরা।’
উল্লেখ্য, আগামিকাল ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। অথচ সভার একদিন আগে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। পুলিশের তরফে সভার অনুমতি দেওয়া হলেও ১৫ দফা শর্ত বলে দেওয়া হয়েছে। অন্যত্র সভা সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আজ বিকেলে আগরতলায় তৃণমূলের সভামঞ্চের কাছে পুলিশের ভিড়ও দেখা গিয়েছে। তৃণমূলের নেতাদের একাংশের অভিযোগ, সভামঞ্চ ভাঙতেই নাকি পুলিশ এসেছে সেখানে। আর এই নিয়েই বেজায় চটে রয়েছে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন : Tripura TMC: আগরতলায় অভিষেকের সভার জন্য ১৫ দফা শর্ত বেঁধে দিল পুলিশ