কলকাতা: মায়ের মৃত্যুতে শোকাহত অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম এই অভিযুক্তকে প্যারোলে ছুটি দেওয়া হয়েছিল। সেই প্যারোলের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জেলে ফিরলেন না তিনি। শনিবারই শেষ হয় ৪৮ ঘণ্টার সময়সীমা। হিসেব মতো রবিবার সকালে আলিপুর মহিলা সংশোধনাগারে ফিরে যাওয়ার কথা ছিল অর্পিতার। কিন্তু আরও সময় চেয়ে নিলেন তিনি।
মায়ের মৃত্যুর কারণে গত বৃহস্পতিবার প্যারোলে ছুটি নিয়ে বেলঘড়িয়ার বাড়িতে ফিরেছিলেন অর্পিতা। শনিবার ৪৮ ঘণ্টার মেয়াদ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কারা দফতরের অনুমতি নিয়ে আরও ৪৮ ঘণ্টা বাড়িতেই থেকে যাচ্ছেন অর্পিতা। সূত্রের খবর, সোমবার সংশোধনাগারে ফিরবেন তিনি।
আই জি কারার হাতে কোনও অভিযুক্তকে পাঁচ দিনের প্যারোলে ছুটি দেওয়ার ক্ষমতা আছে। তাই অর্পিতা মুখোপাধ্যায় সোমবার জেলে ফিরলেও তাঁর হাতে একদিন থাকবে। জানা গিয়েছে, ওই ছুটি তিনি নেবেন শ্রাদ্ধ বা পারলৌকিক কর্মের দিন। সূত্রের খবর, প্রায়োজনে প্যারোলে ছুটির মেয়াদ বাড়াতে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়।
মাতৃবিয়োগে মানসিকভাবে ভেঙে পড়েছেন অর্পিতা। প্যারোলের মেয়াদ বাড়াতে হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন তাঁর আইনজীবী। মানসিকভাবে অস্থির অবস্থায় রয়েছেন তিনি। সোমবার জেলে ফিরলেও আর কিছুদিন তাঁকে বাড়িতে থাকতে দেওয়া হোক, এই মর্মে হাইকোর্টে আবেদন করতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়।
২০২২ সালে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫২ কোটি টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা জানা যায় সেই সময়েই। একই দিনে গ্রেফতার করা হয় পার্থ ও অর্পিতাকে। উদ্ধার হওয়া ওই নগদ টাকার সঙ্গে শিক্ষা বা নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কি না, তা নিয়ে চলছে তদন্ত।