AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSKM Hospital: ‘চিকিৎসা না পেয়ে ফিরতে হচ্ছে…’, মমতাকে জানাতে সোজা উডবার্নে ছুটলেন হায়দার

SSKM Hospital: বহির্বিভাগে টিকিট কেটেছিলেন হায়দার নামে ওই যুবক। টোকেন নম্বর‌ও পেয়েছিলেন। তবুও চিকিৎসক কেন তাঁকে দেখলেন না? সেই প্রশ্নই তুলেছেন ওই যুবক।

SSKM Hospital: 'চিকিৎসা না পেয়ে ফিরতে হচ্ছে...', মমতাকে জানাতে সোজা উডবার্নে ছুটলেন হায়দার
এসএসকেএম হাসপাতালে হায়দারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 6:39 AM
Share

কলকাতা: শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর বাইরে দাঁড়ালেই বোঝা যায়, কত দূর থেকে আউটডোরে চিকিৎসকের কাছে যান রোগীরা। দিনভর লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মেলে চিকিৎসকের দেখা। কিন্তু সেটাও যখন সম্ভব হয় না? সারাদিন দাঁড়িয়ে থেকে যদি ফিরে যেতে হয় বাড়ি? শুক্রবার এমনই পরিস্থিতির মুখে পড়েছিলেন বজবজের বাসিন্দা শেখ হায়দার। এসএসকেএম-এর উডবার্ন বিভাগে তখন চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ কথা জেনেই সোজা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে যান তিনি। কিন্তু রক্ষীদের বাধায় সেটা সম্ভব হয় না। হায়দার বলেন, মুখ্যমন্ত্রীকে জানাতে গিয়েছিলাম যে চিকিৎসা না পেয়েই কীভাবে ফিরে যেতে হচ্ছে আমাকে।

বহির্বিভাগে টিকিট কেটেছিলেন হায়দার নামে ওই যুবক। টোকেন নম্বর‌ও পেয়েছিলেন। তবুও চিকিৎসক কেন তাঁকে দেখলেন না? সেই প্রশ্নই তুলেছেন ওই যুবক। দুপুর ১২টা ৫২ মিনিটে টিকিট কেটেছিলেন তিনি। দুপুর ২ টো বেজে যাওয়ার পর তাঁকে জানিয়ে দেওয়া হয় চিকিৎসক আর দেখবেন না। অভিযোগ, রোগী না দেখেই বেরিয়ে যান ইউরোলজি বিভাগের চিকিৎসক? বহির্বিভাগে টিকিট কাটা হয়ে গেলে সেই রোগীকে দেখতেই হবে চিকিৎসককে। এটাই নিয়ম। তারপরও কেন হল এমন অভিজ্ঞতা? এই প্রশ্নের সদুত্তর না পেয়েই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন হায়দার।

হায়দার জানান, প্রথমে তিনি হাসপাতালের সুপারের কাছে যান। সুপার তাঁর সঙ্গে ভাল ভাবে কথা বলেননি বলেই দাবি হায়দারের। এরপর মুখ্যমন্ত্রীর কাছে যেতে চান তিনি। কিন্তু সংশ্লিষ্ট বিভাগে প্রবেশ করতে গেলে, তাঁকে আটকে দেন রক্ষীরা। উল্লেখ্য, চিকিৎসা করাতে শুক্রবার এসএসকেএম-এ গিয়েছিলেন মমতা। তাঁর কাঁধে একটি মাংসপিণ্ড তৈরি হয়েছিল, যেটিতে অস্ত্রোপচার করা হয়েছে।