AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patipukur: পাতিপুকুর সত্যিই ‘পুকুর’! রাতভর বৃষ্টিতে জলের তলায় চার চাকা

Patipukur: নিম্নচাপের ভ্রূকুটিতে ফি বছরই প্রহর গোনে উত্তর ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। সোমবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তা চলছে রাতভর। মঙ্গলবার সকাল থেকেও টানা বৃষ্টি।

Patipukur: পাতিপুকুর সত্যিই 'পুকুর'! রাতভর বৃষ্টিতে জলের তলায় চার চাকা
পাতিপুকুরে জমা জলে ডুবল গাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 11:36 AM
Share

কলকাতা: বাড়ির সামনে পার্ক করা ছিল গাড়ি। রাতভর বৃষ্টি হয়েছে। সাতসকালে ঘুম থেকে উঠে দেখলেন গোটা গাড়িই জলের নীচে। জমা জলে কলকাতার বিপন্নতার ছবি ধরা পড়ল TV9 Banglaর ক্যামেরায়। পাতিপুকুরের জমা জলে ডুবে গেল চার চাকা গাড়ি। আর এ সব আরও এক প্রশ্ন চিহ্ন তুলে দিল কলকাতার নিকাশি ব্যবস্থা নিয়ে।

নিম্নচাপের ভ্রূকুটিতে ফি বছরই প্রহর গোনে উত্তর ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। সোমবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তা চলছে রাতভর। মঙ্গলবার সকাল থেকেও টানা বৃষ্টি। আবহাওয়া দফতর মোটামুটি যা পূর্বাভাস দিচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত শহর জুড়ে এরকম পরিস্থিতি থাকবেই। গত দফার বৃষ্টিতে এমনিতেই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে জল জমার অভিযোগ এসেছিল মেয়র ফিরহাদ হাকিমের কানে। গত শক্রবারই ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমে থাকা নিয়ে ফোন আসে। তাতে রীতিমতো বিরক্ত হন মেয়র। প্রকাশ্যেই তিনি বলেন, ‘‘আধিকারিকরা কোনও কাজ করেন না। ঘরে বসে থাকেন। আর এলাকায় এলাকায় জল জমে থাকে। আমাদের মিথ্যে রিপোর্ট দিয়ে যাচ্ছে।’’

মেয়রের উষ্মায় জমা জল নিয়ে সুরাহা অবশ্য সে অর্থে হয়নি, কিন্তু তাতে রাজনীতির পারদ চড়িয়েছিলেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং। তিনি আবার হঠাৎ করেই ইস্তফা দেওয়ার কথা বলে বসেন। তাতে পরিস্থিতি হয় আরও বেকায়দার। তারপর মেয়র তাঁকে ফোন করেন। চলে মানভঞ্জনের পর্ব। মেয়র পারিষদ তারক সিংকে ফোন করেন। মেয়র পারিষদ তারক বলেছেন, ‘‘আমাকে মেয়র ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, শহরে জমা জলের সমস্যা নিয়ে আমাকে কিছু বলেননি। ’’

কিন্তু এ সব পর্ব তো চলল, শহরের জমা জলের কী হবে! ব্রহ্মপুরে প্রগতি পার্ক এলাকায় কয়েক দিন ধরে জল জমে রয়েছে। সেই অভিযোগ ‘টক টু মেয়র’অনুষ্ঠানেই ফোন করে সরাসরি এক ব্যক্তি অভিযোগ করেছেন। পাতিপুকুরের অবস্থা তো বলেই দিচ্ছে এই ছবি। আগামী কয়েক দিন টানা বৃষ্টি চললে, শহর কলকাতার কী পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

'আমার যদি মনে হয় আপনি বাজে দেখতে...', সবটাই পারসেপশন, বলছেন কল্যাণ
'আমার যদি মনে হয় আপনি বাজে দেখতে...', সবটাই পারসেপশন, বলছেন কল্যাণ
সুপ্রিম কোর্টে মেনেই নিলেন মমতার আইনজীবী সিব্বল
সুপ্রিম কোর্টে মেনেই নিলেন মমতার আইনজীবী সিব্বল
সামান্য ভুলেই লোকসান হয়ে যেতে পারে কয়েক হাজার টাকা!
সামান্য ভুলেই লোকসান হয়ে যেতে পারে কয়েক হাজার টাকা!
ইউনূসের দুঃসাহস! সুতোয় টান দিয়ে ভারতকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ?
ইউনূসের দুঃসাহস! সুতোয় টান দিয়ে ভারতকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ?
বন্ধ পলিসি কীভাবে চালু করবেন?
বন্ধ পলিসি কীভাবে চালু করবেন?
SIR-এর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া
SIR-এর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া
'তল্লাশির আগে স্থানীয় থানাকে জানানো হয়েছিল', কোন প্রসঙ্গে অভিযোগ ইডির?
'তল্লাশির আগে স্থানীয় থানাকে জানানো হয়েছিল', কোন প্রসঙ্গে অভিযোগ ইডির?
ED-র বিরুদ্ধে দায়ের FIR-এ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
ED-র বিরুদ্ধে দায়ের FIR-এ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
মমতা প্রতীকের বাড়ি থেকে যা জিনিস নিয়ে গিয়েছিলেন, তা সংরক্ষণের নির্দেশ
মমতা প্রতীকের বাড়ি থেকে যা জিনিস নিয়ে গিয়েছিলেন, তা সংরক্ষণের নির্দেশ
আইপ্যাক কর্ণধারের বাড়ি-অফিসের CCTV ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ
আইপ্যাক কর্ণধারের বাড়ি-অফিসের CCTV ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ