Patuli: মুখে বালিশ চাপা, জ্বলছিল খাট! পাটুলিতে বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার

Souvik Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 26, 2025 | 4:54 PM

Patuli: বৃদ্ধা  ছেলে অভিষেক মৈত্রের সঙ্গে বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে ভাড়া থাকতেন।  ছেলে বেসরকারি ব্যাঙ্কে কর্মরত।  তার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত  তাঁর খোঁজ পাওয়া যায়নি বলে খবর।

Patuli: মুখে বালিশ চাপা, জ্বলছিল খাট! পাটুলিতে বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার
পাটুলিতে বৃদ্ধার দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার। মৃত্যু ঘিরে রহস্য পাটুলিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মালবিকা মৈত্র (৭২)।  দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বেপাত্তা ওই বৃদ্ধার ছেলে।

প্রতিবেশীরা জানাচ্ছেন, সাড়ে বারোটা নাগাদ ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। তারপরই তাঁরা থানায় খবর দেন। তার আগে ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে আগুন আয়ত্তে আসছিল না। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙে। কারণ ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা ঝোলানো ছিল। শুধুমাত্র বৃদ্ধার যে খাটে শুয়েছিল, সেই খাটই জ্বলছিল। বৃদ্ধার মুখে বালিশ চাপা ছিল।

জানা যাচ্ছে, বৃদ্ধা  ছেলে অভিষেক মৈত্রের সঙ্গে বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে ভাড়া থাকতেন।  ছেলে বেসরকারি ব্যাঙ্কে কর্মরত।  তার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত  তাঁর খোঁজ পাওয়া যায়নি বলে খবর।

প্রত্যক্ষদর্শীরা বলছেন যখন দরজা ভেঙে ঘরে ঢোকেন দেখে শুধুমাত্র বৃদ্ধার যে খাটে শুয়েছিল সেই খাট জলছিল। বৃদ্ধার মুখে বালিশ চাপা ছিল। কি ভাবে মৃত্যু গোটা ঘটনার খতিয়ে দেখছে পুলিশ, ঘটনার স্থলে হোমিসাইড। এলাকায় উত্তেজনা। ছেলের খোঁজ চালাচ্ছে পুলিশ। মৃত্যুর কারণ কী? অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু, নাকি তাঁকে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে, উত্তর খুঁজছে পুলিশ। কারণ বৃদ্ধার দেহ খাটের ওপর শুইয়ে রাখা ছিল, মুখে বালিশ চাপা ছিল। সেক্ষেত্রে এই বিষয়টিও জোরাল হচ্ছে।