আর ১৬ পয়সা বাড়লেই কলকাতায় সেঞ্চুরি হাকাবে পেট্রল
কলকাতায় (Kolkata) প্রতি লিটারে ৩৯ পয়সা বেড়েছে পেট্রলের দাম। আজ কলকাতায় পেট্রলের দাম লিটারপ্রতি ৯৯ টাকা ৮৪ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯২ টাকা ২৭ পয়সা।
কলকাতা: যেন সময়ের অপেক্ষা। গত কয়েক মাস ধরে বেড়েই চলেছে পেট্রলের (Petrol) দাম। কলকাতায় ১০০ টাকা ছুঁয়ে ফেলতে সময়ের অপেক্ষা মাত্র। সোমবার (Monday) কলকাতায় প্রতি লিটারে ৩৯ পয়সা বেড়েছে পেট্রলের দাম। আজ কলকাতায় পেট্রলের দাম লিটারপ্রতি ৯৯ টাকা ৮৪ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯২ টাকা ২৭ পয়সা। আর ১৬ পয়সা বাড়লেই কলকাতায় সেঞ্চুরি হাকাবে পেট্রল।
গত কয়েক মাসে পেট্রল Petrol price today, Petrol and diesel price rise, Petrol Price Today Rise, Petrol and Diesel price, Diesel price today, জ্বালানির দাম বাড়া, পেট্রোল ডিজেলের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম, কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রলডিজেলের দাম অনেকটা বেড়েছে। এর জেরে নাজেহাল আমজনতা। সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। মানুষের রোজগার আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে লাগাতার পেট্রপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন অনেকে।
সোমবার রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রলের দাম ৯৯ টাকা ৮৬ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৮৯ টাকা ৩৬ পয়সা। বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রলের দাম ১০৩ টাকা ২০ পয়সা, ডিজেলের দাম ৯৪ টাকা ৭২ পয়সা। মুম্বইয়ে এক লিটার পেট্রলের দাম ১০৫ টাকা ৯২ পয়সা আর ডিজেলের দাম ৯৬ টাকা ৯১ পয়সা। আবার চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম ১০০ টাকা ৭৫ পয়সা এবং ডিজেলের দাম ৯৩ টাকা ৯১ পয়সা।
পাঁচ রাজ্যে নির্বাচনের পর থেকে লাগাতার দাম বেড়েছে জ্বালানির। এর প্রতিবাদে পথে নেমেছে বাম কংগ্রেস। কিন্তু তাতেও কাজ হয়নি। প্রায় ধারাবাহিক ভাবেই বেড়ে চলেছে পেট্রপণ্যের দাম। করোনার ধাক্কায় কাবু গোটা দেশ। নানা জায়গায় লকডাউন জারি হয়েছে। পর্যাপ্ত বাস ট্রেন চলাচল না করার কারণে মানুষের একমাত্র ভরসা নিজের গাড়ি। এমন পরিস্থিতিতে পেট্রপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অসুবিধা সাধারণ মানুষের।
আরও পড়ুন: বিধি নিষিধের বেড়াজাল ‘ডোন্ট কেয়ার’! অনড় বিজেপির লক্ষ্য আজ লালবাড়ি