Jadavpur University Student Death: ছাত্র মৃত্যুর বিতর্কের আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এবার চুরি ফোন-ল্যাপটপ

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 13, 2023 | 5:40 PM

Jadavpur University Student Death: সূত্রের খবর, রবিবার ভোরে আনুমানিক ৫ টা ৩০ মিনিট নাগাদ চুরির ঘটনা ঘটে। দুটো ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন চুরি হয়েছে বলে খবর।

Jadavpur University Student Death: ছাত্র মৃত্যুর বিতর্কের আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এবার চুরি ফোন-ল্যাপটপ
যাদবপুর বিশ্ববিদ্যালয়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের হস্টেলে চুরি। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা পড়ুয়ার মৃত্যুর মাঝে এবার চুরির ঘটনায় তৈরি হল বিতর্ক। সূত্রের খবর, চুরির ঘটনায় খোয়া গিয়েছে একাধিক পড়ুয়ার ল্যাপটপ, মোবাইল। ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

সূত্রের খবর, রবিবার ভোরে আনুমানিক ৫ টা ৩০ মিনিট নাগাদ চুরির ঘটনা ঘটে। দুটো ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন চুরি হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শারীর শিক্ষা বিভাগের ছাত্রাবাসে ছিল না কোনও নিরাপত্তারক্ষী। তবে রবিবার চুরির ঘটনার পর কর্তৃপক্ষর তরফে একজন নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই এই চুরির ঘটনায় যাদবপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। পড়ুয়াদের বক্তব্য এই প্রথমে হস্টেলে এমন চুরির ঘটনা ঘটেছে।

কর্তব্যরত নিরাপত্তারক্ষী বলেন, “আমি শুনেছি এখানে ল্যাপটপ, মোবাইল চুরি গিয়েছে। পড়ুয়ারা বলছে আজ ভোরের দিকে এই চুরি হয়েছে। এতদিন নিরপত্তারক্ষী থাকত না এখানে। আজকে চুরির পর থেকে আমায় এখানে দিয়েছ। তবে কোন-কোন ফ্লোরে চুরি গিয়েছে বলতে পারব না।”

হস্টেলের পড়ুয়া বললেন, “আজ সকালবেলা সিনিয়র দাদা বললেন যে ফোন, ল্যাপটপ পাওয়া যাচ্ছে না। আমাদের সকলকে নিচে ডাকা হল। এরপর আরও অনেকেই জানাল তাদের ফোন ল্যাপটপ পাওয়া যাচ্ছে না। এবার এখানে গরিব পরিবার থেকে আসেন। তাঁদের কাছে ফোন-ল্যাপটপ চুরি যাওয়া মানে অনেক কিছুই হারানো। যাদের চুরি হয়েছে তারা সকলেই থানায় গিয়েছেন। তবে হস্টেলে আগে থেকে কোনও সিসিটিভি বা নিরাপত্তারক্ষী ছিল না “

Next Article