Kolkata: ভবানীপুরে হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, মুখ বন্ধ করতে দেওয়া হয় চাপ!

Kolkata: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাত আটটার পর ওই ঘটনা ঘটে। নির্যাতিতার দাবি, তাঁকে ভবানীপুরের একটি হোটেলের ঘরে নিয়ে যাওয়া হয়।

Kolkata: ভবানীপুরে হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, মুখ বন্ধ করতে দেওয়া হয় চাপ!
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 10, 2025 | 4:52 PM

ভবানীপুর: নারী নিরাপত্তার প্রশ্ন আরও একবার উঠল খাস কলকাতায়। দক্ষিণ কলকাতার ভবানীপুরের ঘটনা। এক যুবতীকে হোটেলের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাত আটটার পর ওই ঘটনা ঘটে। নির্যাতিতার দাবি, তাঁকে ভবানীপুরের একটি হোটেলের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। এরপর ওই যুবতীর মুখ বন্ধ করতে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। অভিযুক্তের বয়স ৫৯ বছর। সেই ব্যক্তি ভবানীপুরের বাসিন্দা। অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত কয়েকদিনে পরপর কয়েকটি ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পানাগড়ে সুতন্দ্রার যেভাবে মৃত্যুর ঘটনা ঘটে, তাতেও পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। এরই মধ্যে খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। পুলিশ ঘটনার তদবন্ত শুরু করেছে। কেন ওই যুবতীকে হোটেলে নিয়ে যাওয়া হল, ওই ব্যক্তি নির্যাতিতার পূর্ব পরিচিত ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যগুলি বের করার চেষ্টা করছে পুলিশ।