Sourav Ganguly: নিজের বাড়িতে হাতজোড় করে সৌরভ বললেন, ‘আমাকে এসবের মধ্যে জড়াবেন না’

Sourav Ganguly: নবান্ন অভিযানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে পাশে পেতে চেয়ে তাঁদের আমন্ত্রণ জানিয়েছে ঐক্যমঞ্চ। তিলোত্তমার বাবা-মা জানিয়েছেন, ২১ এপ্রিল নবান্ন অভিযানে থাকবেন তাঁরা। গত ১৫ এপ্রিল সৌরভকেও আমন্ত্রণ জানাতে তাঁর বেহালার বাড়িতে গিয়েছিলেন ঐক্যমঞ্চের তিন সদস্য।

Sourav Ganguly: নিজের বাড়িতে হাতজোড় করে সৌরভ বললেন, আমাকে এসবের মধ্যে জড়াবেন না
সৌরভ গঙ্গোপাধ্যায় (ফাইল ফোটো)

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 18, 2025 | 3:29 PM

কলকাতা: তিনি বাংলার অন্যতম আইকন। প্রিন্স অব ক্যালকাটা। দাদা। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার নিজের বাড়িতে হাতজোড় করে বললেন, “আমাকে এসবের মধ্যে জড়াবেন না।” হঠাৎ এ কথা কেন বললেন তিনি?

এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের ফাঁকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সৌরভ। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, চাকরিহারা শিক্ষকদের ডাকে ২১ তারিখের নবান্ন অভিযানে কি তিনি থাকবেন? সাংবাদিকের প্রশ্ন শুনে সৌরভ বলেন, “কী আছে? আমি জানি না।” এরপরই হাতজোড় করে বলেন, “আমাকে রাজনীতিতে জড়াবেন না ভাই।”

সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ঐক্যমঞ্চের অভিযোগ, রাজ্য সরকারের দুর্নীতির কারণে সবাইকে পথে বসতে হয়েছে।

নবান্ন অভিযানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে পাশে পেতে চেয়ে তাঁদের আমন্ত্রণ জানিয়েছে ঐক্যমঞ্চ। তিলোত্তমার বাবা-মা জানিয়েছেন, ২১ এপ্রিল নবান্ন অভিযানে থাকবেন তাঁরা। গত ১৫ এপ্রিল সৌরভকেও আমন্ত্রণ জানাতে তাঁর বেহালার বাড়িতে গিয়েছিলেন ঐক্যমঞ্চের তিন সদস্য। আমন্ত্রণ জানাতে যাওয়ার আগে তাঁরা বলেছিলেন, সৌরভের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর বেহালার বাড়িতে যাচ্ছেন তাঁরা। বেহালার সৌরভের বাড়ির সামনে পৌঁছতেই তিনজনকে আটক করা হয়। নিয়ে যাওয়া হয় ঠাকুরপুকুর থানায়। স্বাভাবিকভাবে সৌরভের সঙ্গে দেখা হয়নি তাঁদের।

এদিন, সেই প্রসঙ্গেই সৌরভকে জিজ্ঞাসা করা হয়, তিনি ২১ এপ্রিলের নবান্ন অভিযানে থাকবেন কি না? সৌরভ তখনই জানান, কিছু জানেন না তিনি। হাতজোড় করে আরও বলেন, রাজনীতিতে তাঁকে যেন জড়ানো না হয়।

প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে গতকাল সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্য চিহ্নিত নন, এমন চাকরিহারারা কাজে ফিরতে পারবেন। কিন্তু, এখন স্কুলে যেতে পারবেন না গ্রুপ সি ও গ্রুপ ডি ভুক্ত শিক্ষাকর্মীরা। সুপ্রিম নির্দেশে রাজ্য়কে এও বলা হয় যে আগামী ৩১ মে-এর নিয়োগপ্রক্রিয়ার হলফনামা প্রকাশ করতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যেই সেই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। ফলে আগামী ৯ মাস স্কুলে যাবেন অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষক-শিক্ষিকারা। এই পরিস্থিতিতে ২১ এপ্রিল নবান্ন অভিযানে ঐক্যমঞ্চ কী কী দাবি জানায়, সেটা দেখার।