পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা প্রাপক রাহুল পুরকায়স্থ

arunava roy |

Feb 11, 2021 | 5:51 PM

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই উৎসব পালিত হয় তিন দিনব্যাপী। তবে এ বার সামগ্রিক পরিস্থিতির জেরে উৎসব হবে মাত্র একদিন।

পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা প্রাপক রাহুল পুরকায়স্থ

Follow Us

অরুণাভ রাহারায়: কোভিড পরিস্থিতি পেরিয়ে চারপাশ যখন ক্রমশ স্বাভাবিক হচ্ছে ঠিক তখনই এই বাংলার সর্ববৃহৎ বাংলা কবিতা উৎসবের আয়োজনে শামিল পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই উৎসব পালিত হয় তিন দিনব্যাপী। তবে এ বার সামগ্রিক পরিস্থিতির জেরে উৎসব হবে মাত্র একদিন। আগামী ১৪ ফেব্রুয়ারি, রবিবার বিকেল ৫টায় নন্দন চত্বরের একতারা মঞ্চে পালিত হবে কবিতা উৎসব।

এই উৎসবেই সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা পেতে চলেছেন বিশিষ্ট কবি রাহুল পুরকায়স্থ। আটের দশকে রাহুলের কবিতা যাত্রার সূচনা। তাঁর প্রথম বই ‘অন্ধকার, প্রিয় স্বরলিপি’। ‘নেশা এক প্রিয় ফল’, ‘আমার সামাজিক ভূমিকা’, ‘ও তরঙ্গ লাফাও’, ‘সামান্য এলিজি’র মতো কাব্যগ্রন্থের রচয়িতা রাহুল পুরকায়স্থকে এ বার পদাতিক কবির নামাঙ্কিত সম্মান জানাতে চলেছে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি। রাহুল পুরকায়স্থ এখন TV9 বাংলা সংস্থার পরামর্শদাতা। তাঁর পুরস্কার প্রাপ্তিতে আনন্দিত বাংলার সংস্কৃতি মহল এবং TV9 পরিবার। এর আগে ২০১৮ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি থেকে আলপনা আচার্য পুরস্কার পেয়েছিলেন রাহুল পুরকায়স্থ।

একই মঞ্চে পুরস্কৃত হবেন কৃষ্ণা বসু। তিনি পাবেন জীবনানন্দ দাশ সম্মাননা। বিনয় মজুমদার সম্মাননা পাচ্ছেন বিভাস রায়চৌধুরী এবং সুনীল গঙ্গোপাধ্যায় সম্মাননা প্রাপক রূপক চক্রবর্তী। পাশাপাশি তিন আবৃত্তিকারকেও সম্মানিত করা হবে সে দিন। কবিতাপাঠ করবেন পুরস্কার প্রাপকরা।

পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকার TV9 বাংলা-কে বলেন, “করোনা পরিস্থিতিতে তিন দিনের কবিতা উৎসব ১ দিন অনুষ্ঠিত করতে হচ্ছে। উৎসব ছোট হতে পারে, তবে কবিতা কখনও ছোট হতে পারে না। আগামী দিনে আরও বড় ভাবে কবিতা উৎসবের পরিকল্পনা রয়েছে।”

Next Article