Rajarhat: ঘুমন্ত মেয়ের উপর চড়াও, কুকর্মের স্ত্রীর কানে যেতেই চম্পট বাবার! শেষ পর্যন্ত গ্রেফতার
Rajarhat: ঘটনার কথা বাইরে এলে শোরগোল পড়ে যায় এলাকায়। চাপানউতোর শুরু হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত। তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ।

রাজারহাট: বিধবা মহিলাকে বিয়ে। তারপর তাঁরই মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। সম্প্রতি কুলতলির এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে নাগরিক মহলে। অভিযোগ, চার বছর আগে বিয়ের পর থেকেই বাড়ি ফাঁকা পেলেই মেয়ের উপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন অভিযুক্ত। এবার যেন একই ঘটনরাই প্রতিচ্ছবি দেখা গেল রাজারহাটের নারায়নপুর থানা এলাকায়। প্রাপ্তবয়স্ক মেয়ের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।
এদিকে ঘটনার কথা বাইরে এলে শোরগোল পড়ে যায় এলাকায়। চাপানউতোর শুরু হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত। তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে গ্রেফতার করল নারায়নপুর থানার পুলিশ। এদিন তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে ১ এপ্রিল ভোর রাতে। অভিযোগ নারায়ানপুরে বাসিন্দা ওই ব্যক্তি ভোর রাতে ঘুমন্ত মেয়ের উপর যৌন নির্যাতন চালান। শেষে ঘুম ভাঙতেই মায়ের কাছে সবটা খুলে বলে মেয়ে। বাড়ির মধ্যে চাপানউতোর শুরু হতেই এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্ত। কিছু সময়ের মধ্যেই নারায়নপুর থানার অভিযোগ দায়ের করা হয়। মাঠে নামে পুলিশ।





