
হাতিশালা: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান। ৪০ কেজি গাঁজা-সহ চারজনকে গ্রেফতার করল পোলেরহাট থানার পুলিশ। বুধবার সকালে সূত্র মারফত খবর পেয়ে ভাঙরের হাতিশালায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। তখনই শিয়ালদহ থেকে আসা একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজা-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পোলেরহাট থানার পুলিশ। প্রত্যেকের বাড়ি কোচবিহারে। ধৃতদের কাছ থেকে গাঁজাসহ চারটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা এই গাজা নিয়ে কোথায় যাচ্ছিল? শুধু কি ৪০ কেজি গাঁজা নাকি এর পিছনেও আছে অন্য কোনও বড় মাদকচক্রের হাত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
হাতিশালার এক দোকানদার বলছেন, “সকালে দোকানে ছিলাম। তখনই রাস্তায় চেকিং করছিল পুলিশ। ওই গাড়িটাকে আটকায়। চারজন ছিল ওতে। সবাইকে ধরে নিয়ে গিয়েছে।” ধৃতরা যে গাড়ি ভাড়া করে ওই গাঁজা নিয়ে যাচ্ছিল তার চালককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই চালক বলছেন, “ওই চারটে ছেলে ৭০০টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছিল। চেন দেওয়া ব্যাগ নিয়ে উঠেছিল। ওতে কী ছিল কিছুই তো জানি না।”