Charu Market Murder case: ডেটিং অ্যাপ থেকে সাদ্দামকে ডেকেছিল অবিনাশ, ফাঁকা ফ্ল্যাটে তখনই ঘটে সেই ঘটনা, চারু মার্কেটের ঘটনায় বড় তথ্য দিল পুলিশ

Charu Market Murder case: ঘটনার তদন্তে নেমে সোমবার বারুইপুরের মল্লিকপুরে হানা দেয় পুলিশ। গ্রেফতার করে সাদ্দামকে। পুলিশ জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানিয়েছেন, সমকামীদের জন্য একটি বিনামূল্যে ডেটিং অ্যাপের মাধ্যমে অবিনাশের সঙ্গে তাঁর পরিচয় হয়। অবিনাশ শনিবার তাঁকে ফ্ল্যাটে ডেকেছিলেন।

Charu Market Murder case: ডেটিং অ্যাপ থেকে সাদ্দামকে ডেকেছিল অবিনাশ, ফাঁকা ফ্ল্যাটে তখনই ঘটে সেই ঘটনা, চারু মার্কেটের ঘটনায় বড় তথ্য দিল পুলিশ
ধৃত সাদ্দাম আলমImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 31, 2025 | 9:44 PM

কলকাতা: চারু মার্কেট থানায় এলাকায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল এক পরিচারকের দেহ। সেই খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাদ্দাম আলম। বছর তিরিশের সাদ্দামকে বারুইপুরের মল্লিকপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।

শনিবার চারু মার্কেট থানা এলাকার ১৬ দেশপ্রাণ শাসমল রোডের একটি আবাসন থেকে অবিনাশ বাউড়ি নামে বছর বাইশের ওই যুবকের দেহ উদ্ধার হয়। ওই ফ্ল্যাটে পরিচারকের কাজ করতেন তিনি। ঘটনার দিন ফ্ল্যাটে আর কেউ ছিলেন না। গৃহকর্তা অফিসে চলে গিয়েছিলেন। এবং গৃহকর্ত্রী শিশুপুত্রকে নিয়ে আসানসোলে বাপের বাড়িতে গিয়েছিলেন। পুলিশ জানতে পারে, ওইদিন ফ্ল্যাটে এক যুবককে এনেছিলেন অবিনাশ। পরে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার তদন্তে নেমে সোমবার বারুইপুরের মল্লিকপুরে হানা দেয় পুলিশ। গ্রেফতার করে সাদ্দামকে। পুলিশ জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানিয়েছেন, সমকামীদের জন্য একটি বিনামূল্যে ডেটিং অ্যাপের মাধ্যমে অবিনাশের সঙ্গে তাঁর পরিচয় হয়। অবিনাশ শনিবার তাঁকে ফ্ল্যাটে ডেকেছিলেন। সেইমতো সেখানে আসেন সাদ্দাম। অবিনাশ-ই তাঁকে ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে টাকার পেমেন্ট নিয়ে তাঁদের মধ্যে মতানৈক্য হয়। বচসার সময় রান্নাঘরের ছুরি দিয়ে অবিনাশকে আঘাত করেন সাদ্দাম।

তিনি পুলিশকে আরও জানিয়েছেন, ছুরি দিয়ে আঘাত করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। অভিযুক্তের বয়ান খতিয়ে দেখছে চারু মার্কেট থানা। জানা গিয়েছে, সাদ্দাম আলম মূলত ক্যাটারিংয়ের কাজ করতেন। পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তরাঁতেও আগে কাজ করেছেন বলে সাদ্দাম আলম পুলিশকে জানিয়েছেন।