কলকাতা: সিসি ক্যামেরার ফুটেজ মাধ্যমে ধরা খেল অভিযুক্ত। নিউটাউনে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক টোটো চালক। তবে এই ফুটেজ দেখে শনাক্তকরণ ও গ্রেফতারের কাজটা কিন্তু মোটেই সহজ ছিল না। অভিযুক্তকে ধরতে বেশ ঝক্কি পোহাতে হয়েছে বিধাননগর থানার পুলিশকে।
পুলিশ সূত্রে খবর, নিউটাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচের সিসি ক্যামেরা ফুটেজে ধরা পরে নাবালিকাকে টোটো করে নিয়ে যাওয়ার ছবি, এরপর নিউটাউনের একটি মলের কাছ থেকে গতকাল সন্ধ্যা ৭ টায় টোটো চালককে গ্রেফতার করা হয়। এলাকার প্রতিটা টোটো ও তাদের চালকের সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ মিলিয়ে মূল অভিযুক্তের সন্ধান পায় পুলিশ।
ইতিমধ্যে পুলিশি জেরায় ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন সেই টোটো চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার, জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে টোটোতে ওঠেন ওই নাবালিকা। গৌরাঙ্গ নগর যাবে তার টোটোতেই উঠেছিল সে। আগাম পরিচয় থাকায় টোটোর সামনের সিটে বসিয়েই নাবালিকাকে নিয়ে রওনা দেয় টোটো চালক।
টোটোয় বসে থাকা অন্য যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর নিউটাউনের লোহা ব্রিজের কাছে সেই নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত। জঙ্গলে ঘেরা এলাকা হওয়ায়, সেখানেই নারকীয় কাণ্ড ঘটায় সেই টোটো চালক। তবে তারপরও থামেননি অভিযুক্ত। ধর্ষণের পর খুন করা হয় নাবালিকাকে। এই ঘটনায় আরও কারোর মদত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, ওই নাবালিকার বাবা চাকরি করেন ভারতীয় নৌসেনায়। তাঁর দুই মেয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেদিন দু’জনের মধ্যে ঝামেলা হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে যায় সেই নাবালিকা। আর তারপরই ঘটে এমন ঘটনা।