Messi in kolkata: মেসির সঙ্গেই সবে উঠতে যাবেন বিমানে…., এয়ারপোর্টেই পুলিশ তুলে নিল শতদ্রুকে
Messi in kolkata Chaos: পুলিশ সূত্রে খবর, আজ যুবভারতী থেকে মেসি বেরিয়ে যাওয়ার পর আয়োজক শতদ্রু দত্তও তাঁর সঙ্গে বেরিয়ে যান। মেসির সঙ্গে ওই একই বিমানে চেপে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল তাঁর। জানা যাচ্ছে, এয়ারপোর্টেই কলকাতা পুলিশ ও সিআইএসএফ-এর যৌথ টিম শতদ্রুকে আটক করে। তারপর গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। আগামিকাল তাঁকে আদলতে তোলা হবে।

কলকাতা: চরম বিশৃঙ্খলা। ফ্যানেদের তীব্র ক্ষোভ। ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই নির্দেশ দিয়েছিলেন এই ঘটনার তদন্ত হবে। আর বিকেল হতে না হতেই গ্রেফতার হলেন আয়োজক শতদ্রু দত্ত। জানা যাচ্ছে, এ দিন তিনি মেসির সঙ্গেই বিমানে চড়ে যেতে চাইছিলেন হায়দরাবাদ। তবে তার আগেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।
পুলিশ সূত্রে খবর, আজ যুবভারতী থেকে মেসি বেরিয়ে যাওয়ার পর আয়োজক শতদ্রু দত্তও তাঁর সঙ্গে বেরিয়ে যান। মেসির সঙ্গে ওই একই বিমানে চেপে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল তাঁর। জানা যাচ্ছে, এয়ারপোর্টেই কলকাতা পুলিশ ও সিআইএসএফ-এর যৌথ টিম শতদ্রুকে আটক করে। তারপর গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। আগামিকাল তাঁকে আদলতে তোলা হবে।
এখানে উল্লেখ্য, আজ কলকাতার পর আগামিকাল অর্থাৎ রবিবার মেসির অনুষ্ঠান ছিল হায়দ্রাবাদে। একই সঙ্গে তাঁর অনুষ্ঠান ছিল মুম্বই-দিল্লি। তবে আদৌ সেখানে তিনি যাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বস্তুত, গোটা ঘটনায় মেসির কাছে ক্ষমাও চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। অপরদিকে, ADG আইন শৃঙ্খলা জাভেদ শামিম বললেন, “অভিযোগ হচ্ছে, এফআইআর হবে। কোথায় কোথায় সমস্যা আছে, কারা কারা দোষী সবই তদন্ত করে দেখা হবে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টা দেখছে।” তিনি আরও বলেন, “যাঁরা যাঁরা এর জন্য দায়ী কাউকেই ছাড়া হবে না, শাস্তি পাবেনই।”
