Kolkata: ছুরি হাতে দৌরাত্ম্য সুলতানের! নেশা করতে বাধা দিতেই হামলা চালাল পুলিশের উপর

Kolkata: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন কর্মরত সাব-ইনস্পেক্টর পার্থ চাঁদ। ইতিমধ্য়েই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

Kolkata: ছুরি হাতে দৌরাত্ম্য সুলতানের! নেশা করতে বাধা দিতেই হামলা চালাল পুলিশের উপর
নর্থ পোর্ট থানা এলাকাImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jun 07, 2025 | 10:51 PM

কলকাতা: উর্দিতে আঘাত। রাতের কলকাতায় ‘নিরাপত্তাহীনতার’ সম্মুখীন কলকাতা পুলিশ। শনিবার নর্থ পোর্ট থানা এলাকায় হামলার মুখে পড়েন একজন কর্তব্যরত সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার ও এক কনস্টেবল। ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয় তাদের উপর। ঝড়ে রক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন কর্মরত সাব-ইনস্পেক্টর পার্থ চাঁদ। ইতিমধ্য়েই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আঘাত পেয়েছেন সেই সাব-ইনস্পেক্টরের সঙ্গে থাকা কনস্টেবল শুখেন্দু মাঝি। তিনিও আপাতত মেডিক্যালে চিকিৎসারত।

কিন্তু কেনই বা এই দুই উর্দিধারীর উপর আক্রমণ শানানো হল? জানা গিয়েছে নর্থ পোর্ট থানা এলাকা চত্বরে টহলদারির করার সময় এক ফুল ব্যবসায়ীকে নেশা করতে বাধা দেয় তারা। এরপরেই পকেট থেকে ছুরি বের করে দুই পুলিশ কর্মীর উপর হামলা চালিয়ে বসে ওই ব্যক্তি। সেই সময় সেখানে টহল দিচ্ছিলেন আরও কয়েকজন পুলিশ। তারাই গিয়ে দুষ্কৃতী চেপে ধরে। আটক করে তাকে। উদ্ধার হয় দুই পুলিশ কর্মীকে। পাঠানো হয় হাসপাতালে।

এই ঘটনায় নর্থ পোর্ট থানা তরফে বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ সেই হামলার শিকার হন দুই পুলিশ কর্মী। আটক ব্যক্তি একজন ফুল ব্যবসায়ী। নাম সুলতান। ওই এলাকাতেই নাকি সে নেশা করে পড়ে থাকে। এক কনস্টেবল আবার জানিয়েছেন, সুলতানকে আগেও সেই এলাকায় হাতে লোহার রড নিয়ে ঘুরতে দেখেছে সে।