DYFI Brigade Rally: লাল ঝান্ডায় ভরবে রবিবাসরীয় ব্রিগেড, কত পুলিশ মোতায়েন থাকছে জানেন

Susovan Bhattacharya | Edited By: Soumya Saha

Jan 05, 2024 | 9:37 PM

Kolkata Police: লালবাজার সূত্রে খবর, ১ লাখ জন সমাবেশের কথা জানানো হয়েছে পুলিশের কাছে। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ব্রিগেডে ডিওয়াইএফআই-এর সমাবেশের জন্য দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার দু'জন পুলিশ অফিসার। গোটা ব্রিগেড চত্বর জুড়ে মোতায়েন রাখা হবে প্রায় পাঁচশো পুলিশকর্মী।

DYFI Brigade Rally: লাল ঝান্ডায় ভরবে রবিবাসরীয় ব্রিগেড, কত পুলিশ মোতায়েন থাকছে জানেন
মীনাক্ষী মুখোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রবিবাসরীয় ব্রিগেড লাল ঝান্ডায় ভরিয়ে দেওয়ার টার্গেট নিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশে ‘ক্যাপ্টেনের’ দিকনির্দেশ পেতে শহর, শহরতলি থেকে শুরু করে বিভিন্ন জেলার ভিড় উপচে পড়বে ব্রিগেডের ময়দানে। ব্রিগেডে বাম যুব সমাবেশের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে পুলিশ-প্রশাসনও। লালবাজার সূত্রে খবর, ১ লাখ জন সমাবেশের কথা জানানো হয়েছে পুলিশের কাছে। যদিও বিভিন্ন জেলা ও শহরতলি থেকে আসা সমর্থকদের সংখ্যা দেখে, কীরকম ভিড় হতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ব্রিগেডে ডিওয়াইএফআই-এর সমাবেশের জন্য দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার দু’জন পুলিশ অফিসার। গোটা ব্রিগেড চত্বর জুড়ে মোতায়েন রাখা হবে প্রায় পাঁচশো পুলিশকর্মী। এখনও পর্যন্ত যা খবর, তাতে রবিবার মূলত হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে বাম কর্মী-সমর্থকদের ব্রিগেডমুখী মিছিল হতে চলেছে। সেই মতো প্রস্তুত রাখা হচ্ছে পুলিশ বাহিনীও। প্রতিটি মিছিল ব্রিগেডে পৌঁছতে সাহায্য করবেন কলকাতা পুলিশের কর্মীরা।

রবিবারের ব্রিগেড সমাবেশের জন্য বাম যুব শিবিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলায় জেলায় চলেছে ইনসাফ যাত্রা। গোটা রাজ্যজুড়ে ঘুরেছেন ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী ও বাম যুব নেতারা। এরপর রবিবার ব্রিগেডে মেগা সমাবেশ। কিছুদিন আগেই ব্রিগেডে সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মীনাক্ষী।

প্রায় ১৬ বছর পর ডিওয়াইএফআই-এর মেগা জমায়েত হতে চলেছে ব্রিগেডের মাঠে। ২০০৮ সালে শেষ ব্রিগেড সমাবেশ হয়েছিল ডিওয়াইএফআই-এর। মাঝে প্রায় দেড় দশকের ব্যবধান। এবার লোকসভা ভোটের ঠিক আগে ব্রিগেডের সমাবেশ থেকে কী বার্তা দেবেন ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী? সেই দিকেই তাকিয়ে বামেদের তরুণ প্রজন্ম।

Next Article