Haridebpur: লাল-সবুজ তার পেঁচানো এই বস্তু থেকেই বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতায়, ভিতরে কী পাওয়া গেল?

Susovan Bhattacharya | Edited By: Soumya Saha

Sep 18, 2023 | 9:38 PM

Haridebpur: বাক্স জাতীয় একটা জিনিস, তার সঙ্গে জড়িয়ে রয়েছে দু'টি আলাদা আলাদা রঙের তার। একটি সবুজ, একটি লাল। একটা আবার সুইচও ছিল। ঠিক একেবারে সিনেমায় যেমন বোমা দেখা যায়, সেরকম। সেই দেখে পুলিশ, বম্ব স্কোয়াডে ভরে গিয়েছিল হরিদেবপুর।

Haridebpur: লাল-সবুজ তার পেঁচানো এই বস্তু থেকেই বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতায়, ভিতরে কী পাওয়া গেল?
কলকাতায় বোমাতঙ্ক ছড়িয়েছিল এই বস্তু থেকে
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রবিবার সাতসকালে হরিদেবপুরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ভোটের সময় যে ধরনের বোমাবাজির অভিযোগ শাসক বা বিরোধী করে থাকেন, এটা দেখতে সেরকম নয়। একেবারে সিনেমায় যে ধরনের বোমা দেখা যায়, তেমন। বাক্স জাতীয় একটা জিনিস, তার সঙ্গে জড়িয়ে রয়েছে দু’টি আলাদা আলাদা রঙের তার। একটি সবুজ, একটি লাল। একটা আবার সুইচও ছিল। ঠিক একেবারে সিনেমায় যেমন বোমা দেখা যায়, সেরকম। সেই দেখে পুলিশ, বম্ব স্কোয়াডে ভরে গিয়েছিল হরিদেবপুর। তবে পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে অফিসাররা জানতে পেরেছেন, ওটি কোনও বোমা ছিল না।

তাহলে কী ছিল ওই লাল-সবুজ তারে পেঁচানো বাক্সের ভিতর? সন্দেহজনক ওই বস্তুটির মধ্যে আসলে মাটি ভর্তি করা ছিল বলেই পুলিশ সূত্রে খবর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কেউ বা কারা ভয় দেখানোর জন্য বাক্সের মধ্যে মাটি ভরে লাল-সবুজ তার পেঁচিয়ে ওভাবে ফেলে রেখেছিল। গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা।

হরিদেবপুর থানা এলাকায় কলকাতা পুরনিগমের এক ভ্যাটের কাছে পড়ে ছিল সন্দেহজনক ওই বস্তুটি। রবিবার সকালে পুরকর্মীরা বিষয়টি প্রথমে দেখতে পান। সেই থেকেই গোটা এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। ভয়ে সিঁটিয়ে যান এলাকার মানুষজন। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গিয়েছিলেন পুলিশকর্মীরা। খবর দেওয়া হয়েছিল বম্ব স্কোয়াডেও। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে সন্দেহজনক ওই বস্তুটিকে একটি বালতির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। পুলিশ কুকুরও নিয়ে আসা হয়। তারপর বম্ব স্কোয়াডের কর্মীরাও বালতিতে ডোবানো সেই সন্দেহজনক বস্তুটি খতিয়ে দেখেন। সেটি আসলে কী, তা তখনও স্পষ্ট ছিল না। তবে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, ওটির মধ্যে মাটি রাখা ছিল।

 

Next Article