
কসবা: তিলোত্তমার ঘটনার পর কসবাকাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। তবে এই ঘটনায় এবার বড় আপডেট। কসবা-কাণ্ডের তদন্তভার হাতে নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। শুধু তাই নয়, আলিপুর আদালতে খোদ পুলিশই বলল, ধৃত মূল অভিযুক্ত খুবই প্রভাবশালী। তাঁর জামিনের বিরোধিতা করা হয়েছে পুলিশেরই তরফে।
মঙ্গলবার আদালতে পুলিশের তরফে যে রিমান্ড লেটার ( বিচার বিভাগীয় হেফাজতে থাকা কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন করা একটি চিঠি। এটি মূলত একটি আইনি নথি যা পুলিশ রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতে দাখিল করে।) দেওয়া হয়েছে সেখানে অভিযুক্তদের জামিনের বিরোধিতা করা হয়েছে। সংশ্লিষ্ট সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, মূল অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী। তিনি যদি কোনও ভাবে জামিন পান তাহলে গোটা তদন্ত প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারেন, সাক্ষীদের ভয়ও দেখাতে পারেন, তথ্য-প্রমাণও লোপাট করতে পারেন। অর্থাৎ কোথাও রাজনৈতিকভাবে অভিযুক্ত যে প্রভাবশালী সেটা কি মেনে নিল পুলিশ?
এ দিকে, মঙ্গলবার কোর্টে অভিযুক্তের তোলা হলেও মূল অভিযুক্তের আইনজীবী জামিন নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে, গণধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করেছেন তিনি। এমনকী, তাঁর মক্কেলের কাঁধে লাভ বাইট দেখা গিয়েছে বলেও ভরা আদালতে সওয়ান করেছেন।