কলকাতা: ব্যাঙ্কের লকার থেকে গায়েব হয়ে গিয়েছিল হিরে, সোনার গয়না। তারই তদন্তে নেমে পার্কস্ট্রিটের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক মহিলা কর্মী ও তাঁর দাদাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের সন্দেহ ছিল, একটি ঘটনা নয়, ওই মহিলা ব্যাঙ্ককর্মী আরও অনেকের লকার থেকে সোনা, হিরে চুরি করেছেন। তদন্ত এগোতেই এবার কোটি কোটি টাকার হিরে ও সোনা উদ্ধার হল।
পার্কস্ট্রিটের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্ককর্মী মৌমিতা শী ও তাঁর দাদা মিঠুন শীকে দিন চারেক আগে গ্রেফতার করে অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড বিভাগ। তারপর আর একটি মামলায় তদন্ত এগোতেই কোটি কোটি টাকার হিরে ও সোনার গয়না উদ্ধার হল।
পুলিশ জানিয়েছে, মৌমিতা শীকে জিজ্ঞাসাবাদের জেরে আরও হিরে-সোনার কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তা জানতে পারেন তাঁরা। মঙ্গলবার রাতে কসবার বোসপুকুর রোডে একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ২৭টি হিরের গয়না উদ্ধার হয়। যার মধ্যে রয়েছে ব্রেসলেট, নেকলেস, চুড়ি, দুল, আংটি। সেগুলির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। এছাড়া ১০টি সোনার গয়না পাওয়া যায়। যার মধ্যে রয়েছে গলার চেন, নুপুর, ব্রেসলেট। সেগুলির আনুমানিক দাম ২৭.২৭ লক্ষ টাকা। ১১টি সোনার বার পাওয়া যায়। যেগুলির বাজারমূল্য ৬৬.৫০ লক্ষ টাকা। ৬টি সোনার কয়েন উদ্ধার হয়। যেগুলির আনুমানিক দাম ৩.৯০ লক্ষ টাকা। সবমিলিয়ে বাজেয়াপ্ত হওয়া হিরে, সোনার মূল্য ১০ কোটি ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকা।
২২ জানুয়ারি পর্যন্ত মৌমিতা ও মিঠুনকে নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। আরও কারও লকার থেকে হিরে-সোনা তাঁরা হাতিয়েছেন কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।