EXPLAINED: সত্যিই কি কাছাকাছি আসছে তৃণমূল-কংগ্রেস? ২৬-এর আগে নয়া সমীকরণ?

তৃণমূলের কাছাকাছি এলে, কংগ্রেসের কী লাভ? প্রায় ৪০ বছর আগে বাংলার শাসন ক্ষমতা থেকে চলে গিয়েছে কংগ্রেস। কংগ্রেস যে সাম্প্রতিককালে বাংলা নিয়ে তেমন মাথা ঘামায়নি, সেটাও সহজই বোঝা যায়।

EXPLAINED: সত্যিই কি কাছাকাছি আসছে তৃণমূল-কংগ্রেস? ২৬-এর আগে নয়া সমীকরণ?

Aug 12, 2025 | 8:30 PM

কলকাতা: ঠিকানা ৫ নম্বর সুনেহরি বাগ। নৈশভোজের টেবিলে হাজির দেশের বিরোধী শিবিরের তাবড় নেতারা। এক টেবিলে বসে রয়েছেন কানিমোঝি, সুপ্রিয়া সুলে, ডেরেক ও ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই টেবিলেই চেয়ারটা টেনে নিয়ে বসে পড়লেন ওই নৈশভোজের হোস্ট তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর এক দৃশ্যে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে এগিয়ে আসছেন সোনিয়া গান্ধী। জিজ্ঞেস করছেন, কেমন আছেন মমতা! কেউ কেউ বলবেন, ইন্ডিয়া জোটে এই সৌজন্য তো স্বাভাবিক। কিন্তু, বাংলার বিধানসভা ভোটের যখন আর মাত্র ৭-৮ মাস বাকি, তার আগে এই দৃশ্যগুলো নজর কাড়ছে রাজনৈতির বিশ্লেষকদের। কংগ্রেস কি সত্যিই তৃণমূলের আরও কাছাকাছি আসছে? ২০১১-র পর আবার হাতে-হাত রেখে লড়াই! ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন