
কলকাতা: সন্ধে নামলেই দোকানে দোকানে বাংলা গান আর ফুলের গন্ধ, ক্যালেন্ডার আর মিষ্টির বাক্স হাতে বাড়ি ফেরার দিন আর নেই। কালের নিয়মে সে সবই বদলেছে। মন্দিরে মন্দিরে দেবতার পায়ে যে খাতা ছুঁইয়ে বছরের প্রথম দিন ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা, আজ সেই খাতা দেখা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার হাতে। লালখাতা নিয়ে তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দির থেকে বেরচ্ছেন তিনি। মুখে রাজনীতির বার্তা। একদিকে, বাঙালি হওয়ার ‘প্রতিযোগিতা’, অন্যদিকে একে অপরকে সম্প্রীতির বার্তা দেওয়া! বাঙালির নববর্ষে উত্তর থেকে দক্ষিণে রাজনীতির রঙ। এদিকে রাজ্য়ে পরপর ঘটে যাওয়া অশান্তির আগুন এখনও পুরোপুরি স্তিমিত হয়নি। হালখাতা-বেহালখাতা শহুরে...