
শাসক দলের সঙ্গে পুলিশ প্রশাসনের সম্পর্ক ‘নিবিড়’। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও বিরোধী দলগুলি বলে থাকে, পুলিশ হল শাসক দলের হাতের পুতুল। সাধারণ পুলিশ কর্মী থেকে শুরু করে আইপিএস অফিসার সব স্তরেই রাজনৈতিক দলের প্রভাবের কথা চর্চায় উঠে আসে বিভিন্ন সময়। পশ্চিমবঙ্গে যা হল, তা সাম্প্রতিক অতীতে কোথাও হয়েছে কি না, মনে করতে পারছেন না রাজনীতিকরা। পুলিশের পদে ইস্তফা দিয়ে অথবা অবসর নেওয়ার পর রাজনৈতিক দলে যোগ দেওয়া ভারতে কোনও নতুন ঘটনা নয়। একসময় পুলিশ কমিশনার পদের থাকা হুমায়ুন কবীর, পুলিশ সুপার পদ সামলানো ভারতী ঘোষরা এখন পুরোদস্তুর রাজনৈতিক কর্মী। তবে রাজনৈতিক দলে সক্রিয়ভাবে কাজ করে আবারও পুলিশ প্রশাসনে ফিরে যাওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন। সম্প্রতি ঠিক এভাবেই তৃণমূলের কর্মী হিসেবে কাজ করার পর রাজ্য় পুলিশের উপদেষ্টা পদ দেওয়া হল প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। কোন আইনে এটা সম্ভব? বিরোধীদের অভিযোগ কি সত্যি...