তৃণমূলের টিকিটে দাঁড়ানো প্রসূন পুলিশের পরামর্শদাতা হতে পারেন? কী বলছেন বিশেষজ্ঞরা

সম্প্রতি আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে সব মহলেই। বিক্ষোভ-প্রতিবাদের মুখে পদ থেকে সরতে হয় পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। বিজেপি নেতারা তৃণমূল-পুলিশ যোগ নিয়ে সরব হয়েছেন একাধিকবার।

তৃণমূলের টিকিটে দাঁড়ানো প্রসূন পুলিশের পরামর্শদাতা হতে পারেন? কী বলছেন বিশেষজ্ঞরা
Image Credit source: GFX- TV9 Bangla

Dec 18, 2024 | 8:23 PM

শাসক দলের সঙ্গে পুলিশ প্রশাসনের সম্পর্ক ‘নিবিড়’। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও বিরোধী দলগুলি বলে থাকে, পুলিশ হল শাসক দলের হাতের পুতুল। সাধারণ পুলিশ কর্মী থেকে শুরু করে আইপিএস অফিসার সব স্তরেই রাজনৈতিক দলের প্রভাবের কথা চর্চায় উঠে আসে বিভিন্ন সময়। পশ্চিমবঙ্গে যা হল, তা সাম্প্রতিক অতীতে কোথাও হয়েছে কি না, মনে করতে পারছেন না রাজনীতিকরা। পুলিশের পদে ইস্তফা দিয়ে অথবা অবসর নেওয়ার পর রাজনৈতিক দলে যোগ দেওয়া ভারতে কোনও নতুন ঘটনা নয়। একসময় পুলিশ কমিশনার পদের থাকা হুমায়ুন কবীর, পুলিশ সুপার পদ সামলানো ভারতী ঘোষরা এখন পুরোদস্তুর রাজনৈতিক কর্মী। তবে রাজনৈতিক দলে সক্রিয়ভাবে কাজ করে আবারও পুলিশ প্রশাসনে ফিরে যাওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন। সম্প্রতি ঠিক এভাবেই তৃণমূলের কর্মী হিসেবে কাজ করার পর রাজ্য় পুলিশের উপদেষ্টা পদ দেওয়া হল প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। কোন আইনে এটা সম্ভব? বিরোধীদের অভিযোগ কি সত্যি...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন