AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ প্রয়াত

গত ২১ এপ্রিল চলে গিয়েছেন শঙ্খ ঘোষ (Sankha Ghosh)। ৮ দিনের মাথায় প্রয়াত হলেন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ (Pratima Ghosh)।

শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ প্রয়াত
ফাইল ছবি
| Updated on: Apr 29, 2021 | 1:49 PM
Share

কলকাতা: কবি শঙ্খ ঘোষের পর এবার চলে গেলেন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ (Pratima Ghosh)। তিনি আক্রান্ত হয়েছিলেন কোভিডে (Covid 19)। বাড়িতেই ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর ৫টায় প্রয়াত হন। গত ২১ এপ্রিল চলে গিয়েছেন শঙ্খ ঘোষ। ৮ দিনের মাথায় প্রয়াত হলেন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ। বয়স হয়েছিল ৮৯ বছর।

প্রতিমা দেবীর ছোটবেলা কেটেছে জলপাইগুড়ির উকিলপাড়ায়। আনন্দচন্দ্র কলেজে পড়াশোনা করেন। এরপর পড়তে আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯৫৩ সালে এম.এ পাশ করেন। বহরমপুর গার্লস কলেজ (১৯৫৪-৫৮), কলকাতার শ্রীশিক্ষায়তন (১৯৫৮-৫৯) এবং বিদ্যাসাগর কলেজ ফর উইমেনে (১৯৫৯-৯৫) অধ্যাপক ছিলেন।

শঙ্খ ঘোষের সঙ্গে বিয়ে ১৯৫৬ সালে। শঙ্খ ঘোষ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘দিনগুলি, রাতগুলি’ উৎসর্গ করেছিলেন ইভা ওরফে প্রতিমা ঘোষকে। প্রতিমা দেবীর তিনটি বইয়ের নাম– ‘নয় বোনের বাড়ি’ (২০০৯), ‘আপনজন ক’জন কবি’ (২০১৫) এবং ‘সেইসব কথা’ (২০১৬)। করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিয়েছে। পর পর মৃত্যুর খবর। এর আগে বুধবার সাহিত্যিক অনীশ দেব প্রয়াত হন। বৃহস্পতিবার চলে গেলেন প্রতিমা ঘোষ।