
কলকাতা: তিলোত্তমার বাবা-মায়ের আর্জির প্রেক্ষিতে সাড়া রাইসিনা হিলসের। রাজ্য়ের মুখ্যসচিবকে চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গত ৯ অগস্ট নবান্ন অভিযানে তিলোত্তমার মা আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন। এরপরই পাল্টা চিঠি এল রাজ্যের মুখ্যসচিবের কাছে।
গত ৯ অগস্ট ছিল আরজি কর-কাণ্ডে মৃত তরুণীর মৃত্যুবার্ষিকী। ওই দিন নবান্ন অভিযানে পথে নামেন তিলোত্তমার বাবা-মা। সেই অভিযানের মাঝেই আক্রান্ত হতে হয় তাঁকে। পুলিশের বিরুদ্ধে ওঠে অভিযোগ। সেই অভিযোগের কথা জানিয়ে রাষ্ট্রপতিকে একটি ইমেইল করা হয়েছে তিলোত্তমার বাবা-মায়ের তরফ থেকে।
গত ১৩ অগস্ট, রাষ্ট্রপতিকে মেইল করেন তিলোত্তমার বাবা। তিনি লেখেন, “আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বাঁচান। আমরা সব হারিয়েছি। আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমার মেয়ের মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। এই নিয়ে তিনবার আমরা মেইল করলাম। আমাদের অনুরোধ এবার উত্তর দিন।”
এবার তিলোত্তমার বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ রাইসিনা হিলসের। তাঁদের আর্জির প্রেক্ষিতে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাষ্ট্রপতির। কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।
এর আগে গত ১৪ অগস্ট রাষ্ট্রপতির একটি ইমেইল আসে তিলোত্তমার বাবার কাছে। সেই ইমেইলে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। রাষ্ট্রপতি জানান যে তাঁর আপ্তসহায়ক তিলোত্তমার পরিবারের সঙ্গে যোগাযোগে থাকবেন। যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি সমাধানের চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন রাষ্ট্রপতি।