AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ, ঘোষণা মমতার

আগামিকাল আমাদের প্রাথমিক শিক্ষা বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। নিয়োগের জন্য ১০ থেকে ১৭ জানুয়ারি ইন্টারভিউ হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের প্যালেনও তৈরি হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন

প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ, ঘোষণা মমতার
আগামিকাল বেরোচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিস: মমতা
| Updated on: Dec 22, 2020 | 6:16 PM
Share

কলকাতা: বুধবারই প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগের নোটিস বের হচ্ছে। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন বলেন, আমি আগেই বলেছিলাম ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ হবে। আগামিকাল আমাদের প্রাথমিক শিক্ষা বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। নিয়োগের জন্য ১০ থেকে ১৭ জানুয়ারি ইন্টারভিউ হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের প্যালেনও তৈরি হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। তৃতীয় টেট পরীক্ষাও ৩১ জানুয়ারি নাগাদ অফলাইনে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। সেখানে ২.৫ লক্ষ পরীক্ষার্থী অংশ নেবে।

তিনি আরও জানিয়েছেন, মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যার মাধ্যমে ক্লাসের দ্বাদশ শ্রেণির মাদ্রাসা ছাত্র ছাত্রীদের ১০ হজার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে।

এদিনের সাংবাদিক বৈঠকে মূলত অমিত শাহের দেওয়া একের পর এক তথ্য খণ্ডন করে পাল্টা রাজ্যের উজ্জ্বল দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বড় বড় কথা বলার জন্য তোপ দেগে একাধিক পরিসংখ্যান প্রকাশ করেন মমতাও। একনজরে দেখে নিন তিনি কী কী বললেন…

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাকে দুঃস্বপ্নে নগরীর মত দেখিয়ে গিয়েছেন।

দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে বাংলা ১ নম্বরে।

১০০ দিনের কাজে বাংলা ১ নম্বর।

ই-টেন্ডার ও ক্ষুদ্র শিল্পেও ১ নম্বরে বাংলা।

স্টেট জিডিপিতে আমরা ২ নম্বরে উনি বলেছেন ১৬ নম্বরে।

আরও পড়ুন: বিজেপি-ত্যাগই কি সুজাতাকে ডিভোর্সের নোটিস পাঠানোর কারণ? কী বলল তৃণমূল