
কলকাতা: রাজ্যে প্রাথমিক নিয়োগের পরীক্ষায় বড় বদল। বৃহস্পতিবার নয়া নিয়মের কথা ঘোষণা করা হল। টেট পরীক্ষার গুরুত্ব বাড়াল শিক্ষা দফতর। আগে টেট পরীক্ষার জন্য বরাদ্দ ছিল ৫। সেটাই একলাফে বেড়ে হল ২৫। এছাড়া প্রশিক্ষণের জন্য বরাদ্দ ছিল ১৫, সেটা কমে হল ৫। একইসঙ্গে অ্যাকাডেমিকসেরও বরাদ্দও কমছে।
শিক্ষাগত যোগ্যতার নিরিখে যে নম্বর বরাদ্দ করা ছিল, তা কমানো হয়েছে। আগে প্রাথমিকের নিয়োগে উচ্চমাধ্যমিকের জন্য বরাদ্দ ছিল ১০ নম্বর, এবার তা কমিয়ে করা হল ৫। আগে বরাদ্দ ছিল ৫০ নম্বর, এবার সেটা কমিয়ে করা হয়েছে ৪০। ইন্টারভিউয়ের আগে যুক্ত করা হয়েছে আরও ১০ নম্বর। তবে এক্সট্রা কারিকুলারের জন্য এতদিন যে ৫ নম্বর বরাদ্দ ছিল, এবার আর তা থাকছে না।
২০২৩ সালে শেষবার প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল। প্রায় ২১ মাস পর সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়। তবে এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন পরীক্ষার্থী সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।