Winter Weather: রাত পোহালেই সিঙ্গুরে মোদী, কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আবহাওয়া দফতর?

Weather Update in Bengal: হাওয়া অফিস এও জানাচ্ছে সরস্বতী পুজোর আগে আগামী দু'দিন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দুই তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও।

Winter Weather: রাত পোহালেই সিঙ্গুরে মোদী, কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আবহাওয়া দফতর?
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

Jan 17, 2026 | 6:15 PM

কলকাতা: শীতের খেলা যেন ক্রমশই ঘুরে যাচ্ছে। ধীরে ধীরে যেন ঘনিয়ে আসছে বিদায় পর্ব। আগের পূর্বাভাস বলছিল সরস্বতী পুজো পর্যন্ত জাঁকিয়ে শীত ভালই থাকবে। কিন্তু এখন জানা যাচ্ছে সরস্বতী পুজোর দিন দিনের বেলা শীতের জায়গায় গরমের ছোঁয়া মিলতে পারে। তবে সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ থাকবে। কলকাতা সংলগ্ন জেলায় দিনের বেলা উষ্ণতা একটু বেশি হবে। তবে কলকাতায় না হলেও অন্যান্য জেলায় শীতের আমেজ তুলনায় বেশি থাকবে। সঙ্গে হালকা কুয়াশার দেখাও মিলবে। তবে বৃষ্টির পূর্বভাস এই মুহূর্তে নেই। 

হাওয়া অফিস এও জানাচ্ছে সরস্বতী পুজোর আগে আগামী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দুই তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। 

উত্তরবঙ্গের দিকে পাহাড়িগুলিতে তাপমাত্রা নিম্নমুখী থাকলেও বাকি জেলাগুলিতে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এদিকে রাত পোহালেই সিঙ্গুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবহাওয়া দফতর যদিও বলছে হুগলিতে সকালের দিকে ঘন কুয়াশার সর্তকতা থাকছে। তবে বেলা বাড়লে কুয়াশা ধীরে ধীরে সরে যাবে। শুধু হুগলি নয় ১৮ই জানুয়ারি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনায় সকালের দিকে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা থাকছে।