কলকাতা: ৩০ মে থেকে ৩০ জুন, মোদী সরকারের (Modi Government) ৯ বছর পূর্তি উপলক্ষে বিজেপির (BJP) তরফে গোটা দেশে মোট ৫১টি বড় জনসভা হতে চলেছে। এই খবর আগেই পাওয়া গিয়েছিল। এছাড়াও গোটা দেশে প্রচুর ছোট জনসভা করারও উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্ষপূর্তি উপলক্ষে বাংলাতেই হতে চলেছে মোট ১০০টি জনসভা। সূত্রের খবর, আগামী সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। হতে চলেছে বড় জনসভা। ৮ বা ৯ জুন জনসভা হতে পারে বলে খবর। পাশাপাশি এই মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
অর্থাৎ, এই মাসেই তিন নেতার পরপর তিনটি বড় জনসভা হতে চলেছে বাংলার বুকে। যা নিয়ে জোর তোড়জোড় বঙ্গ বিজেপির অন্দরে। এদিকে সামনেই লোকসভা ভোট। বছর ঘুরলেই বেজে যাবে নির্বাচনী দামামা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা ভোটকে পাখির চোখ করে বাংলায় নতুন করে জনসংযোগে জোর দিতে চাইছে পদ্ম শিবির। সে ক্ষেত্রে বর্ষপূর্তির এই সভা সে কাজে অনেকটাই সাহায্য করতে পারে বিজেপিকে। অন্যদিকে উপর মহল থেকেও বঙ্গ বিজেপির কাছে এসেছে বড় নির্দেশ। স্পষ্ট বলা হয়েছে জেলায় জেলায় জনসভায় রাখতে হবে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের। আমন্ত্রণ জানাতে হবে চা চক্রে। আয়োজন করতে হবে নৈশভোজের।
মূলত, ৯ বছরে মোদী সরকারের গৌরবোজ্জ্বল দিকগুলি তুলে ধরতে হবে এই সমস্ত জনসভার হাত ধরে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের স্বার্থে যে সমস্ত জনমুখী প্রকল্প সামনে এনেছেন সেগুলিরও প্রচার করার নির্দেশ এসেছে বলে খবর। অন্যদিকে বাংলায় বামেদের জনপ্রিয়তা বৃদ্ধি নিয়েও চিন্তিত পদ্ম শিবির। সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলের পাশাপাশি বাম জমানার দুর্নীতি নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের সরব হওয়ার নির্দেশ এসেছে দলের উপরমহলের নেতাদের তরফে।