NRS: RG-kar এর পর NRS, সরকারি হাসপাতালের ভিতরে কী হচ্ছে জানলে কপালে হাত পড়বে

NRS Medical College: সরকারি মেডিক্যাল কলেজে চলছে রমরমিয়ে কোচিং ব্যবসা। আর এনআরএস (NRS)-এর ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। নিট (NEET)-পিজি (PG)-র জন্য দু'বছরে পড়ুয়া পিছু কোচিং ফি পঁয়ষট্টি হাজার থেকে ষাট হাজার টাকা।

NRS: RG-kar এর পর NRS, সরকারি হাসপাতালের ভিতরে কী হচ্ছে জানলে কপালে হাত পড়বে
NRS হাসপাতালImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 08, 2025 | 10:52 AM

কলকাতা: এনআরএস-এর ভিতরে অডিটোরিয়াম। সেখানে বসে আছেন প্রচুর ছাত্র। ডাক্তারি পড়ুয়া তাঁরা। এই ছবিতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু জানলে অবাক হবেন এই সকল পড়ুয়াদের সকলে কিন্তু NRS-এ পড়েন না। তাঁদের মধ্যে কেউ কেউ আবার অন্যান্য মেডিক্যাল কলেজের ছাত্র। তাহলে তাঁরা এখানে কী করছেন? পরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

সরকারি মেডিক্যাল কলেজে চলছে রমরমিয়ে কোচিং ব্যবসা। আর এনআরএস (NRS)-এর ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। নিট (NEET)-পিজি (PG)-র জন্য দু’বছরে পড়ুয়া পিছু কোচিং ফি পঁয়ষট্টি হাজার থেকে ষাট হাজার টাকা। বর্ধমান- ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের একাধিক পড়ুয়া এখানে আসছেন পড়তে। এখন প্রশ্ন, এভাবে কি সরকারি হাসপাতালের ভিতর বেসরকারি কোচিং চালানো যায়? আরও চাঞ্চল্যকর বিষয়, এইভাবে বেসরকারি কোচিং চলেছে আরজি করেও। সে কথা জানালেন ওই বেসরকারি কোচিং সেন্টারের এক এজেন্ট।

বর্ধমান থেকে আগত এক পড়ুয়া বলেন, “এখানে আমি পিজি ভাড়া নিয়েছি। বছরে কোর্স ফি ষাট হাজার টাকা। প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য এই কোচিং ক্লাসে ভর্তি হয়েছি।” কীভাবে সম্ভব হল এই কাজ? কার অনুমতিতেই বা এই কোচিং ক্লাস চালানো হচ্ছে?

এ প্রসঙ্গে টিভি ৯ বাংলাকে কোচিং সংস্থার এজেন্ট ফোনে বলেন, “আমরা থার্ড ইয়ার নিট-পিজির জন্য অনুশীলন করাচ্ছি। সেটা আগের বছর আরজি করে হচ্ছিল। এবার হচ্ছে এনআরএস-এর অডিটোরিয়ামে হচ্ছে। কোনও সময় বাইরেই হয়। স্টুডেন্টস কাউন্সিলিংয়ের সঙ্গে কথা বলা হয়েছে। ওরাই দেখছে বিষয়টা।” অর্থাৎ, স্টুডেন্টস কাউন্সিলিংয়ের অনুমতিতেই রমরমিয়ে চলছে এই কোচিং ব্যবসা। এ প্রসঙ্গে স্টুডেন্ট কাউন্সিলিংয়ের সভাপতি অমৃত আর্য বলেন, “আমরা যে ফান্ড পাই সেটা প্রফিটেবল নয়। আমরা মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টকে ডিজিটাল মাইক্রোস্কোপ দিয়েছি। আরজি করে কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই ক্লাস হয়েছে। তবে আমাদের ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হয়েছে।”

যদিও, এই বিষয়ে এনআরএস-এর অধক্ষ্যা টিভি ৯ বাংলাকে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে স্বাস্থ্য অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, “সরকারি মেডিক্যাল কলেজে বেসরকারি মেডিক্যাল সংস্থা কোচিং করাতে পারে না। এনআরএস-এর অধ্যক্ষর কাছে বিষয়টি জানতে চেয়েছি। সরকারি মেডিক্যাল পরিকাঠামো ব্যবহার করে বেসরকারি কোচিং সংস্থার ব্যবসা বেআইনি। অধ্যক্ষের প্রতিক্রিয়ার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করব।”