Professor Sheikh Makbul Islam: রথ নয়, কোলে করে প্রভু জগন্নাথকে নিয়ে পরিক্রমা ভক্ত মকবুল ইসলামের

Professor Sheikh Makbul Islam: সারা ভারত, ভারতের বাইরে শ্রীলঙ্কা থেকে সিঙ্গাপুর। ডঃ শেখ মকবুল ইসলাম সব জায়গায় ঘুরেছেন জগন্নাথ দেবের টানে। পুরী, মাহেশ, আমরা জানি। কিন্তু জানার পরিধির বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিজের 'প্রভুর' মন্দিরের খোঁজ দিচ্ছেন তাঁর বইয়ে।

Professor Sheikh Makbul Islam: রথ নয়, কোলে করে প্রভু জগন্নাথকে নিয়ে পরিক্রমা ভক্ত মকবুল ইসলামের
রথের দিন কোলে করে প্রভু জগন্নাথকে নিয়ে পরিক্রমা করেন শেখ মকবুল ইসলাম

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 07, 2024 | 7:27 AM

প্রীতম দে ডঃ শেখ মকবুল ইসলাম। হাফ হাতা সাদা ফতুয়া। সাদা ধুতি। কাঁধে সোনালি পাড়ের সাদা উড়নি। দেখা হলে বলেন, “জয় জগন্নাথ”। জগন্নাথ দেবের অন্ধ ভক্ত। পুজো করেন। গবেষণা করেন। কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের বাংলার প্রফেসর। একাই থাকেন। জগন্নাথকে নিয়েই সংসার। একটুও বাড়িয়ে বলা নয়। মিথ্যে বলা নয়। রং চড়িয়ে বলা নয়। স্বচক্ষে দেখতে চাইলে হাওড়ার কদমতলার কাছে তাঁর বাড়িতে চলে আসুন সটান। উনি থাকেন গুরুজির পুরনো আমলের বাড়িতে। ডঃ শেখ মকবুল ছোট থেকেই জগন্নাথকে ভালবেসেছেন। জগন্নাথদেবের মুসলিম ভক্ত শালবেগের কাহিনি জানেন তো। এখনও নিয়ম করে শ্রী জগন্নাথের রথ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন