Tollygunge News: ৪ বছরের শিশুর সামনে চকোলেট বোমা ফাটানোর প্রতিবাদ, টালিগঞ্জে বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

শিশুটির মামা বলেন, "আমি ওদের বলেছিলাম ভাগ্নার হার্টের সমস্যা রয়েছে। ওরা বলছে এলাকা থেকে চলে যা। আমি প্রতিবাদ করতেই বাড়ির ভিতর ঢুকে আসে। আর তারপর মারধর করে। আমি বাঁচাতে চেষ্টা করি। কিন্তু পারিনি।" শিশুটির মা বলেন, "এইভাবে বাড়ির ভিতরে ঢুকে মারে? কোন রাজ্যে বাস করছি আমরা। জোরে জোরে বাজি ফাটাচ্ছে কিছু বলা যাবে না? তার জন্য মার খেতে হবে?"

Tollygunge News: ৪ বছরের শিশুর সামনে চকোলেট বোমা ফাটানোর প্রতিবাদ, টালিগঞ্জে বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২
প্রতিবাদ করলেই নারী নির্যাতন?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 25, 2025 | 5:43 PM

কলকাতা: সোনারপুরের পর এবার খাস কলকাতা। সেখানে চার বছরের এক শিশুর সামনে চকোলেট বোমা ফাটানোর অভিযোগ। বাবা-মা প্রতিবাদ করায় আক্রান্ত পরিবার। বাড়ির মহিলা সদস্যদের শ্লীলতাহানিরও অভিযোগ। ঘটনাটি ঘটেছে ১০৫ডি, টালিগঞ্জ রোডে।

জানা গিয়েছে, কালীপুজোর নিরঞ্জনের শোভাযাত্রা বেরিয়েছিল পাড়ায়। সেই কারণে চার বছরের ভাগ্নেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন এক যুবক। পরিবারের দাবি, শিশুটির হার্টে সমস্যা রয়েছে। অভিযোগ, সেই সময়ই পাড়ার কয়েকজন যুবক জোরে জোরে বাজি ফাটাচ্ছিলেন। আর তাতেই ভয় পেয়ে যায় শিশুটি। সেই সময় বাচ্চাটির মামা ওই যুবকদের বলে যাতে একটু দূরে গিয়ে বাজি ফাটান তাঁরা। এখান থেকেই সমস্যার সূত্রপাত।

অভিযোগ, এরপর শিশুটির মামার দিকে তেড়ে আসেন অভিযুক্তরা। হুমকি দিয়ে বলেন এই এলাকা থেকে চলে যেতে। কিন্তু শিশুটির মামা রাজি না হওয়ায় সেখানেই মারধর করে তাঁরা বলে অভিযোগ। এখানেই শেষ নয়। এরপর বাচ্চাটির বাড়ির ভিতর ঢুকে পড়ে অভিযুক্তরা। সেই সময় ঘরের ভিতর ছিলেন শিশুটির মা, আর তার ঠাকুমা ও আরও এক মহিলা। অভিযোগ, দরজার খিল ভেঙে ঘরের ভিতর ঢোকে। মহিলাদের শ্লীলতাহানি করে তারা। পরণে থাকা নাইটি ছিঁড়ে দেয়। এরপর ঘুষি মারতে থাকে মহিলাদের। এমনকী, শিশুটির মামাকে হুমকি দেয় রাস্তায় বেরলেই খুন করবে। এই ঘটনার পর আতঙ্কিত পরিবারের সকলে। ইতিমধ্যেই এলাকার কয়েকজনের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ জানান আক্রান্তরা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

শিশুটির মামা বলেন, “আমি ওদের বলেছিলাম ভাগ্নার হার্টের সমস্যা রয়েছে। ওরা বলছে এলাকা থেকে চলে যা। আমি প্রতিবাদ করতেই বাড়ির ভিতর ঢুকে আসে। আর তারপর মারধর করে। আমি বাঁচাতে চেষ্টা করি। কিন্তু পারিনি।” শিশুটির মা বলেন, “এইভাবে বাড়ির ভিতরে ঢুকে মারে? কোন রাজ্যে বাস করছি আমরা। জোরে জোরে বাজি ফাটাচ্ছে কিছু বলা যাবে না? তার জন্য মার খেতে হবে?” উল্লেখ্য, এ দিন একই ঘটনা ঘটছে সোনারপুরেও। সেখানে জোরে-জোরে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করতেই এক দম্পতিকে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকী, মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ।