Nabanna Abhijan: হাওড়ায় শুরু, ক্ষণিক এগোতেই অবস্থান! সাময়িকভাবে ‘থমকে গেল’ নবান্ন অভিযান

Nabanna Abhijan: অনুমতি দেয় হাইকোর্ট, অনুমতি দেয়নি পুলিশও। কিন্তু তারপরেও অনড় আন্দোলনকারী। সোমবার হাওড়া হয়ে নবান্নের পথে নেমে পড়েছেন আন্দোলনকারীরা। অভিযানে যোগ দিয়েছেন বেশ কয়েকটি প্রতিবাদী সংগঠনের সদস্যরা।

Nabanna Abhijan: হাওড়ায় শুরু, ক্ষণিক এগোতেই অবস্থান! সাময়িকভাবে থমকে গেল নবান্ন অভিযান
Image Credit source: নিজস্ব চিত্র

|

Jul 28, 2025 | 5:26 PM

কলকাতায় নেই মুখ্যমন্ত্রী। গিয়েছেন বীরভূম সফরে। সেই সময়ই হাওড়া থেকে সরাসরি নবান্নের দিকে এগিয়েছেন প্রতিবাদীরা। সোমবার হাইকোর্টের অনুমতি না পাওয়া সত্ত্বেও নবান্ন অভিযানের উদ্দেশে পথে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠন। নবান্ন অভিযানের যাবতীয় আপডেট দেখুন একনজরে –

  1. কয়েক সপ্তাহের মধ্য়ে পর পর নবান্ন অভিযান। ।যার জেরে আর্থিক ক্ষতির মুখে মঙ্গলা হাটের ব্যবসায়ীরা।
  2. সোমবার দুপুর ১২টা নাগাদ সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠনের সদস্যরা জড়ো হন হাওড়া স্টেশনে। সাড়ে ১২টা নাগাদ শুরু হয় অভিযান। গন্তব্য নবান্ন।
  3. ইতিমধ্য়েই আন্দোলনকারীদের নবান্ন অভিযান রুখতে শহরের নানা প্রান্তে মোতায়েন হয়েছে বাড়তি পুলিশ। মোতায়েন হয়েছে জলকামান। উড়ছে ড্রোন। সর্বপরি বসানো হয়েছে গার্ডরেল। সেটাই এখন ‘ঢাল’ নবান্নের।
  4. তবে হাজার নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেও, অভিযান কিন্তু বেশিক্ষণ টেকেনি। হাওড়া রেল মিউজিয়াম পর্যন্ত পৌঁছতেই খানিক ঝিমিয়ে পড়ে মিছিলের তেজ।
  5. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল মিউজিয়াম থেকে রামকৃষ্ণপুর ঘাট এর মাঝেই অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা।
  6. একদিকে বিক্ষোভে বসে আন্দোলনকারীরা। অন্য়দিকে বসানো গার্ডরেল। যার পিছনে বিক্ষোভকারীদের রুখতে দাঁড়িয়ে জলকামান।
  7. বৃষ্টিই কাল হল। প্রতিকূল আবহাওয়ার কারণে আন্দোলন প্রত্যাহার করল সংগ্রামী যৌথ মঞ্চ।
  8. সংগ্রামী যৌথ মঞ্চের দেখাদেখি, নবান্ন অভিযান স্থগিত করার কথা জানিয়েছে প্রতিবাদে যোগ দেওয়া অন্য সংগঠনগুলিও।
  9. এদিন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আবহাওয়া যেভাবে প্রতিকূল হয়েছে, আমাদের পক্ষেও খুব অসুবিধা হয়েছে। প্রশাসনের প্রচুর প্রতিবন্ধকতা ছিল। বিভিন্ন ভাবে বাধা দেওয়া হয়েছে। তবে সেই প্রতিবন্ধকতাকে ভাঙা গিয়েছে।”