Bikash Bhawan: ‘সব্যসাচী নয়, বেআইনি কাজটা করেছিল আন্দোলনকারীরাই’, সাফ জানাল পুলিশ

Bikash Bhawan: সব্যসাচী দত্ত পৌঁছনোর পর কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, কেন সাংবাদিকদের মারা হল? এই প্রশ্ন তুলতেই পুলিশের স্পষ্ট জবাব এল...

Bikash Bhawan: সব্যসাচী নয়, বেআইনি কাজটা করেছিল আন্দোলনকারীরাই, সাফ জানাল পুলিশ
সব্যসাচী দত্তকে আটকে দেওয়া হয়েছিল বিকাশ ভবনেImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 16, 2025 | 3:20 PM

কলকাতা: বৃহস্পতিবার দুপুরে আচমকা বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনে পৌঁছে যাওয়ার পরই পরিস্তিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। কিছুক্ষণের মধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এমনকী সাংবাদিকদের মারধর করার অভিযোগ ওঠে সব্যসাচীর সঙ্গে থাকা তাঁর অনুগামীদের বিরুদ্ধে। শুক্রবার সেই ঘটনার কথা বলতে গিয়ে চাকরিহারাদেরই কাঠগড়ায় তুলল পুলিশ।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। সব্যসাচী দত্ত পৌঁছনোর পর কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, কেন সাংবাদিকদের মারা হল? এই প্রশ্ন তুলতেই পুলিশের স্পষ্ট জবাব এল, “প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে করা হয়।”

সুপ্রতিম সরকার বলেন, “ওই জনপ্রতিনিধি নিজের কাজে বিকাশ ভবনে এসেছিলেন। তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। এরপর তিনি ফিরে যাচ্ছিলেন। তখন তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। কাউকে এভাবে আটকে রাখা যায় না। এটা আইনবিরুদ্ধ।”

পুলিশকর্তা আরও বলেন, “আমি কাউকে রাস্তায় আটকে দেব, গাড়ি ঘেরাও করে ৪৫ মিনিট ধরে বসে থাকব, এটা হয় না।” তবে যে সব অভিযোগ উঠছে, তা নিয়ে অভিযোগ দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার সব্যসাচীকে রীতিমতো রণমূর্তিতে দেখা যায়। তিনি নিজেই টেনে সরাতে থাকেন আন্দোলনকারীদের। যে আন্দোলনকারী তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন, দলবল নিয়ে সেই আন্দোলনকারীকে দু’হাত ধরে টানেন। বলেন, “আমার এসব সরাতে ৩০ সেকেন্ডও সময় লাগবে না।” তাঁর সামনেই TV9 বাংলার সাংবাদিককে ধাক্কা মারা হয়।