
কলকাতা: বুধবার দুপুরে কসবার ডিআই অফিসে যে ছবি দেখা গিয়েছে, বিশেষত পুলিশের যে চেহারা সামনে এসেছে, তাতে তোলপাড় রাজ্য। চাকরিহারা যোগ্য শিক্ষকরা যখন বারবার বলছেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে আক্রমণ করেছে, তখন পুলিশের পাল্টা দাবি, তাদের কর্মীরাই আক্রান্ত হয়েছেন। ‘হালকা বলপ্রয়োগ’ করা হয়েছে বলেও দাবি করেছে কলকাতা পুলিশ। ঠিক কী ঘটেছিল কসবার ডিআই অফিসে? কেন তৈরি হল এমন পরিস্থিতি? TV9 বাংলার মুখোমুখি হয়ে সেই বর্ণনাই দিলেন সেই আক্রান্ত চাকরিহারা শিক্ষক অমিতরঞ্জন ভুঁইয়া।
কসবার ঘটনায় যাঁর গায়ে পুলিশকে লাথি মারতে দেখা যাচ্ছে, তিনিই অমিতরঞ্জন ভুঁইয়া। তাঁর অভিযোগ, বিনা প্ররোচণাতেই তাঁর সঙ্গীদের গায়ে লাঠি মারতে থাকে পুলিশ। লাথি পর্যন্ত মারতে ছাড়েনি!
তিনি জানান, বৃহস্পতিবার সকালে তাঁদের ঘোষণামতোই ডিআই অফিসে তালা লাগাতে গিয়েছিলেন তাঁরা। অমিতরঞ্জন বলেন, “মেন গেট বন্ধ করে রেখেছিল।
কিছুক্ষণ পরে আমরা ঢুকতে পারি। তারপর তালা লাগিয়ে সেখানেই অবস্থানে বসে পড়ি। হঠাৎ পুলিশ উপস্থিত হয়ে সরে যেতে বলে। খুব কম সময়ের মধ্যে বিনা প্ররোচনায় লাঠিচার্জ করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আমাদের অনেক আন্দোলনকারীই আহত হন।”
অমিতরঞ্জন আরও বলেন, “আমাদের সঙ্গীদের পুলিশ কীভাবে মেরেছে, তা তারা পোশাক খুলে দেখিয়েছে। ম্যাডামদেরও ওভাবেই মারা হয়েছে। আমরা তো নিরস্ত্র ছিলাম। পুলিশের হাতে লাঠি ছিল।” তবে এখনও তাঁদের দাবিতে, অনড় অমিতরঞ্জনরা। মুখ্যমন্ত্রীর কথায় যে তাঁরা এতটুকুও আশ্বস্ত নন, তা বুঝিয়ে দিলেন। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানাচ্ছেন তিনি।