Pujoy Pulse 2025: AI ভিডিয়োয় দুর্গাপুজোর ঐতিহ্য-সংস্কৃতি, সঙ্গে পালস গোলমোল
Pujoy Pulse 2025: সিঁদুর থেকে সেমিনার, ভক্তি থেকে বিনাশ, আমাদের দুর্গা মা এই অমূল্য ঐতিহ্যকে নিয়ে এগিয়ে চলেন। অমূল্য রূপান্তরের পথ ধরে। এই বৃত্তের একদম কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা। আগামীর নির্ভীক রচয়িতা। এই পুজোয় আসুন পুজোয় পালস সিজন থ্রির সঙ্গে উদযাপন করি গোল কা মোল।
টিভি৯ বাংলা পুজোয় পালস নিয়ে এল এক অভিনব প্রয়াস। AI ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হল দুর্গাপুজোর ঐতিহ্য এবং সংস্কৃতি। সঙ্গে পালস গোলমোল। গোল কা মোল। অমূল্য ঐতিহ্যের উদযাপন।
দুর্গাপুজোয় প্রতিটি গোল জিনিসই এক একটা গল্প বলে। যা কিছু গোল, তা কেবল একটা আকৃতি নয়। বরং প্রাণশক্তিতে ভরপুর। সেটা কপালের টিপ হোক কিংবা ঢাক। অথবা ফুল রাখার পাত্র। সবগুলি গোল জিনিসই ঐতিহ্যের সমুজ্জল। প্রতিটি অমূল্য। এই বৃত্তগুলির মধ্যেই অণুরণিত হয় পুজোর হৃদস্পন্দন। কপালের জ্যোতি, ঢাকের ছন্দ, ধুনুচি নাচ, রসগোল্লার মিষ্টতা-সবকিছুই গোলাকার। সম্পূর্ণ চিরন্তন।
এবারের এই পুজোয় আসুন উৎসবের এই আকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করি। পুজোয় পালস সিজন থ্রি, গোল কা মোল উদযাপনের এটাই সেরা সময়। কারণ, একেকটা গোল নিছক আকৃতি নয়। বরং তার বাইরে আরও অনেক কিছু। সিঁদুর থেকে সেমিনার, ভক্তি থেকে বিনাশ, আমাদের দুর্গা মা এই অমূল্য ঐতিহ্যকে নিয়ে এগিয়ে চলেন। অমূল্য রূপান্তরের পথ ধরে। এই বৃত্তের একদম কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা। আগামীর নির্ভীক রচয়িতা। এই পুজোয় আসুন পুজোয় পালস সিজন থ্রির সঙ্গে উদযাপন করি গোল কা মোল। অমূল্য ঐতিহ্যের এক জ্যামিতিক চিত্র।
গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজো শুরুর আগেই যে পুজোর আমেজ এনে দিচ্ছে তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল, সেটা তাঁদের কথা শুনেই বোঝা যাচ্ছে।
