Pujoy Pulse 2025: ‘বাবাকে বলব রোজ কিনে দিতে’, ঘুরছে ট্যাবলো, পুজোর আগেই বাঙালির মুখের স্বাদটাই বদলে দিচ্ছে পালসের ‘গোল-কা-মোল’
Pujoy Pulse 2025: তবে শুধু ছোটরা নয়, “পালসের ক্যান্ডি মন কাড়ছে বড়দেরও। এক তরুণী তো বললেন, মুখে দিলেই গলতে শুরু করেছে। একটা টক টক ভাব আছে। মেয়েরা এই ক্যান্ডি খুবই পছন্দ করবে।”
কলকাতা: এক, দুই, পেরিয়ে সোজা এবার সিজন থ্রি! তৃতীয় বর্ষে পা দিয়ে ফেলল টিভি৯ বাংলা পুজোয় পালস। ফের শহরে শহরে ঘুরতে শুরু করে দিয়েছে ট্যাবলো। তৃতীয় বছরে এক্কেবারে নতুন মোড়কে… ‘গোল-কা-মোল’! মুখে দিলেই চটপটা স্বাদের তেঁতুল, মুহূর্তেই আবার মিষ্টি। পালসের এই নতুন চেহারার ইমলি ক্যান্ডির স্বাদে ফের মাতোয়ারা আট থেকে আশি। মুখেই দিয়েই এখ খুদে তো বলেই দিল, খুব ভাল লাগল, “বাবাকে বলব রোজ কিনে দিতে।” পাশে দাঁড়িয়ে তখন ক্যান্ডি মুখে দিয়ে হাসছে আর এক খুদে।
তবে শুধু ছোটরা নয়, “পালসের ক্যান্ডি মন কাড়ছে বড়দেরও। এক তরুণী তো বললেন, মুখে দিলেই গলতে শুরু করেছে। একটা টক টক ভাব আছে। মেয়েরা এই ক্যান্ডি খুবই পছন্দ করবে।” আর একজন বললেন, “আমি তো আগে খাইনি। এই প্রথম খেলাম। এবার মনে হচ্ছে অন্য সব ক্যান্ডি ভুলে এটাই খেতে হবে।”
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

