কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলছে। এবার মহালয়া থেকেই কার্যত প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় শুরু। ষষ্ঠীতে দেবীর বোধন হলে সেই ভিড় যে আরও বাড়বে, তেমনটাই মনে করছেন পুজো উদ্যোক্তারা। কলকাতার প্যান্ডেলগুলিতে ভিড় মাপতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের। তাতে সুবিধা হবে দর্শনার্থীদেরই। কোন পুজোমণ্ডপে কতক্ষণ অপেক্ষা করতে হবে, জানাবে কলকাতা পুলিশের ‘ Q Time’। বুধবারই কলকাতা পুলিশ এ সংক্রান্ত ভিডিয়ো পোস্ট করেছে তাদের ফেসবুক পেজে। লিখেছে, ‘আজ থেকে আগামী এক সপ্তাহ আমাদের পেজে লাইভ থাকবে এই তথ্য।
আহিরীটোলা সর্বজনীন, বাবুবাগান, বাগবাজার সর্বজনীন থেকে চেতলা অগ্রনী, সন্তোষ মিত্র স্কোয়ার, সুরুচি সংঘ, সিংহী পার্ক, ত্রিধারা, টালা প্রত্যয়, মুদিয়ালি ক্লাব, দেশপ্রিয় পার্কের মতো একাধিক বড় পুজোর প্যান্ডেলে কতক্ষণ লাইন দিতে হবে, তা আগাম জানিয়ে দেবে কলকাতা পুলিশের কিউ টাইম। কলকাতা পুলিশের ফেসবুক পেজে গেলেই দেখা যাবে তা।
ইতিমধ্যেই কিউ টাইমের তালিকা দেখে কেউ কেউ ফেসবুকে কমেন্ট বক্সে লিখেছেন, কেন শ্রীভূমির নাম নেই। কলকাতা পুলিশ অবশ্য সেই ধন্দ নিজেরাই স্পষ্ট করে দিয়েছে। জানিয়ে দিয়েছে, কলকাতা পুলিশের আওতায় শহরের বড় পুজোগুলির নাম রয়েছে কিউ টাইম তালিকায়। শ্রীভূমি একেবারেই কলকাতা পুলিশের আওতাধীন নয়। বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন।